একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
(last modified Thu, 07 Jul 2016 15:11:11 GMT )
জুলাই ০৭, ২০১৬ ২১:১১ Asia/Dhaka

পাঠক, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তা। ঈদের ছুটির কারণে বাংলাদেশ থেকে কোনো পত্রিকা প্রকাশিত হয়নি। তাই ঢাকার দৈনিকগুলোর অনলাইন সংস্করণ এবং কোলকাতার বাংলা দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কিছু খবর দিয়ে আজকের আসর সাজিয়েছি।

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসী হামলার খবরটি সবগুলো দৈনিকেই গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। প্রথমেই এ সংক্রান্ত খবরসহ ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

• শোলাকিয়া ঈদগাহের কাছে হামলা, ২ পুলিশসহ নিহত ৪: সমকাল

• হামলায় অংশ নেয় আটজন? নিহত সন্দেহভাজন হামলাকারীর পোশাকে বিশেষ চেম্বার: প্রথম আলো

• ঈদের দিন মানুষ হত্যাকারীরা ইসলামের কেউ না: প্রধামন্ত্রী- দৈনিক ইত্তেফাক

• সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরশাদের: যুগান্তর

• দৈনিকটির আরেকটি শিরোনাম- ঈদুল ফিতরের শিক্ষা ছড়িয়ে দিতে রাষ্ট্রপতির আহ্বান

• গুলশান অভিযান দেরিকে কেন- খালেদা জিয়ার প্রশ্ন- প্রথ আলো-ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা ছেড়ে দিন : সরকারের প্রতি খালেদা জিয়া- নয়াদিগন্ত

• ঐক্য চাইলে খালেদাকে জামায়াত ছাড়তে হবে- অর্থমন্ত্রী: বাংলাদেশ প্রতিদিন

পাঠক, বাংলাদেশের পর এবার কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর দিকে নজর দিচ্ছি। কোলকাতার বাংলা দৈনিকগুলোতেই বাংলাদেশে সন্ত্রাসী হামলার খবর গুরুত্ব পেয়েছে।

• আনন্দবাজারের শিরোনাম- ঈদের জমায়েত থেকে সন্ত্রাসের তীব্র নিন্দা করলেন দু’দেশের ইমামরা

• বাংলাদেশে স্পেশাল এনএসজি টিম পাঠাচ্ছে ভারত: সংবাদ প্রতিদিন

• ‘আইএস ইসলাম বিরোধী’: দৈনিক আজকাল

• মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে দল ও সরকারে চরম অসন্তোষ- বর্তমান পত্রিকা

পাঠক, ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। অনুষ্ঠানের এ পর্যায়ে ঢাকার কয়েকটি আলোচিত খবর নিয়ে পর্যালোচনা করব। প্রথমেই শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা প্রসঙ্গ।

শোলাকিয়া ঈদগাহের কাছে হামলা, ২ পুলিশসহ নিহত ৪: সমকাল

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে টহলরত পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক হামলাকারীসহ চারজন নিহত হয়েছে। নিহত দুই পুলিশ সদস্য হলেন— কনস্টেবল জহিরুল হক ও মো. আনসার উল্লাহ। তাৎক্ষণিকভাবে নিহত হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঝর্ণা রানী ভৌমিক নামে এক নারীও নিহত হয়েছে।

হামলায় অংশ নেয় আটজন?: প্রথম আলো

শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসী হামলায় আটজন অংশ নেয় বলে পুলিশের হাতে আটক আহত এক ব্যক্তি দাবি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলায় অংশ নেওয়া ওই ব্যক্তি নিজের বাড়ি দিনাজপুর বলে উল্লেখ করে বলেছেন, ২৭ রোজার দিন তাঁরা কিশোরগঞ্জে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরগঞ্জ পুলিশের একটি সূত্র প্রথম আলোকে এ কথা জানিয়েছে।

নিহত সন্দেহভাজন হামলাকারীর পোশাকে বিশেষ চেম্বার

দৈনিকটির আরেকটি খবরে বলা হয়েছে, শোলাকিয়ায় হামলাস্থলের কাছে নীল রঙের ঢোলা পাঞ্জাবি ও পায়জামা পরা একজন অল্পবয়সী ছেলের লাশ পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ বলছে, সে সন্দেহভাজন হামলাকারী। গোলাগুলির মধ্যে পড়ে সে নিহত হয়। তার পোশাকের মধ্যে বিশেষ কায়দায় চাপাতি জাতীয় অস্ত্র রাখার চেম্বার ছিল। ওই চেম্বারে চাপাতি জাতীয় লম্বা অস্ত্র রাখা যায়। পুলিশের ধারণা, হামলার পর পোশাক বদলে হামলাকারীরা সাধারণ জনগণের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করে।

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরশাদের

সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদ।

বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের পাশে টহল পুলিশের ওপর জঙ্গি হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এরশাদ বলেন, পবিত্র ঈদের দিনে ঈদের নামাজ চলাকালে ঈদ জামাতের পাশে যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে, তারা ইসলামের শত্রু।

অভিযান ‘দেরিতে’ কেন, প্রশ্ন খালেদা জিয়ার

এদিকে, গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় কমান্ডো অভিযান চালাতে দেরি করা হয়েছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘তারা যখন গেছে, তখন সব শেষ হয়ে গেছে। এত দেরি কেন? এত দেরিতে কেন সে কাজটি করা হলো?’

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এই প্রশ্ন তোলেন।

এ সময় তিনি দেশ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা ছাড়তে সরকারের প্রতি আহবানও জানান। বেগম জিয়া বলেন, ক্ষমতা ছেড়ে সরকারকে জনগণের সরকার প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

'ঐক্য চাইলে খালেদাকে জামায়াত ছাড়তে হবে'

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তিনি এতোদিন পরে ঐক্যের কথা বলে ভালো কাজ করেছেন। তবে ঐক্যের জন্য অবশ্যই জামায়াতকে ছাড়তে হবে।

বৃহস্পতিবার সকালে সিলেটের শাহী ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘জামায়াত জাতির শত্রু’ এদের সঙ্গে কোনো আলোচনা বা ঐক্যের প্রশ্নই ওঠে না’।

পাঠক, বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি আলোচিত খবরের কিছু অংশ তুলে ধরছি।

ঈদের জমায়েত থেকে সন্ত্রাসের তীব্র নিন্দা করলেন দু’দেশের ইমামরা

কিশোরগঞ্জে ঈদের নামাজের সন্ত্রাসী হামলা সম্পর্কে আনন্দবাজার লিখেছে, দু’দেশেরই বিভিন্ন অঞ্চলে ঈদের নামাজের আগে বা পরে নিজেদের বক্তৃতায় ইমাম এবং মুসলিম ধর্মীয় নেতারা এক সুরে বলেছেন, নিরীহ, নিরস্ত্র মানুষের উপর এই জঘন্য হামলাকারীদের তারা মুসলমান বলে মনে করেন না।

ভারতের লখনউতে আইশবাগ ঈদগাহে নামাজের পর ইমামরা আইএস-এর বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। আইশবাগ ঈদগাহের প্রধান ইমাম মৌলনা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি বলেন, ‘‘আমরা বলেছি, আইএস ইসলামের বিরোধী, আইএস মানবতার বিরোধী। আমরা বলেছি, আইএস সমর্থকরা কোনও ভাবেই মুসলিম হতে পারে না, আইএস সম্পূর্ণ অ-ইসলামিক।’’

অন্যদিকে, বাংলাদেশের শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদউদ্দিন মাসুউদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা এই রকম হামলা করতে পারে, তারা আর যাই হোক মুসলমান নয়।

ফরিদউদ্দিন মাসউদ এ দিন বলেছেন, ইসলাম এই হামলা সমর্থন করে না

‘বাংলাদেশে স্পেশাল এনএসজি টিম পাঠাচ্ছে ভারত’

-এই শিরোনামে সংবাদ প্রতিদিন-এর খবরে লেখা হয়েছে, ঈদের নামায শুরুর আগে বৃহস্পতিবার বাংলাদেশের কিশোরগঞ্জে বিস্ফোরণের তদন্তের স্বার্থে ঢাকায় পাড়ি দিচ্ছে ভারতের স্পেশাল এনএসজি টিম। বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তদন্ত করতেই পাঠানো হচ্ছে জাতীয় নিরাপত্তা বাহিনী, খবর পিটিআই সূত্রে। সঙ্গে যাবেন গোয়েন্দা ও ফরেন্সিক বিশেষজ্ঞরাও। এনএসজি আধিকারিকরা জানিয়েছেন, ভারতীয় গোয়েন্দাবাহিনী ঢাকা পাড়ি দেয়ার বিষয়ে ইতিমধ্যেই সবুজ সঙ্কেত মিলেছে বাংলাদেশের তরফ থেকে। কিশোরগঞ্জে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে নমুনা ও প্রমাণ সংগ্রহ করতে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যে দলটি ঢাকায় পাড়ি দেবে সেই দলে রয়েছেন বিস্ফোরণ বিশেষজ্ঞ ও জঙ্গি মোকাবিলা সংক্রান্ত যে কোনও অপারেশনে সক্ষম অফিসাররা।

‘মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে দল ও সরকারে চরম অসন্তোষ’ শীর্ষক খবরটি ছেপেছে বর্তমান পত্রিকা।

বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে, একদিকে নরেন্দ্র মোদি বুঝিয়ে দিলেন চাটুকারিতা এবং শর্তহীন আনুগত্য প্রদর্শনই উচ্চপদের ক্ষমতা ভোগ করার একমাত্র পন্থা অন্তত তাঁর মন্ত্রিসভায় চলবে না। পারফরম্যান্স এবং দক্ষতা শুধু যে সমান জরুরি তাই নয়, বরং সেটাই এবার বেশি করে দেখা হবে। সবথেকে বড় উদাহরণ অবশ্যই স্মৃতি ইরানি। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র রোহিত ভেমুলা থেকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কানহাইয়া কুমার, একের পর এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধারদের প্রায় গণইস্তফা, জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে দীর্ঘসূত্রতা ইত্যাদি বিভিন্ন ইস্যুতে চরম অবিবেচকের মতো বিতর্কিত মন্তব্য করেছেন বলে দলের পক্ষ থেকেই ক্ষোভ প্রকাশ করে হয়েছে একাধিকবার। যার জেরে সরকার এবং দলকে প্রবলভাবে বিব্রত করেছেন। স্মৃতিকাণ্ডে প্রথম থেকেই নীরবতা পালন করা মোদি কিন্তু বুঝিয়ে দিলেন ঠিক সময় মতোই তিনি কঠোর সিদ্ধান্ত নেবেন। সংসদীয় বিষয়কমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু সকাল-সন্ধ্যা মোদিমন্ত্র জপ করার জন্য পরিচিত। কিন্তু সংসদে বিরোধীদের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে তিনি ব্যর্থ। তাই বিগত ২ বছর ধরে সংসদ সিংহভাগ সময়ই অচল থেকেছে এবং গুরুত্বপূর্ণ বিলগুলি আজও পাশ হয়নি। তাই মোদি বেঙ্কাইয়াকে সরিয়ে দিয়ে অনন্তকুমারকে এনেছেন। সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী রাজীব প্রতাপ রুডিকেও সরিয়ে দেওয়া হয়েছে সংসদে তাঁর আক্রমণাত্মক মনোভাবের কারণে। জেটলির হাত থেকে তথ্য সম্প্রচার নিয়ে নেওয়া হয়েছে। সদানন্দ গৌড়াকে আইনমন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিসংখ্যানে। এসবের একটাই বার্তা। নরেন্দ্র মোদি পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন সরকারে কোনও হেভিওয়েটই বিকল্পহীন নয়। কিন্তু তা করতে গিয়ে সরকার ও দলের ভিতর অশান্তি বেড়েছে। উঠেছে চক্রান্তের অভিযোগও।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

ট্যাগ