পুতিন ও কলিবফের বৈঠকে নর্থ-সাউথ করিডোরের প্রতি বিশেষ গুরুত্বারোপ
পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ রাশিয়া সফর শেষে দেশে ফিরে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকে যে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে তা হচ্ছে নর্থ-সাউথ করিডোর।
মস্কোয় সম্প্রতি ব্রিকসভুক্ত দেশগুলোর আন্তঃসংসদীয় সম্মেলনে যোগদান শেষে তেহরানে ফিরে কলিবফ জানান: ওই সম্মেলনের অবকাশে প্রেসিডেন্ট পুতিনের পাশাপাশি রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা ও উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকারের সঙ্গে তার আলাদা আলাদা বৈঠক হয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পার্সটুডে ফার্সির রিপোর্ট অনুসারে, কলিবফ এ সম্পর্কে আরো বলেন, এসব বৈঠকে নর্থ-সাউথ করিডোর এবং জ্বালানি খাতে তেহরান-মস্কো সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
রাশিয়ার সহযোগিতায় ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকসে মধ্য এশিয়ার অনেকগুলো দেশ অন্তর্ভুক্ত হয়েছে- জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ব্রিকসভুক্ত দেশগুলোতে বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা রয়েছে এবং এসব দেশ বিশ্ব অর্থনীতির শতকরা ৩০ ভাগের অধিকারী। এই দেশগুলো আন্তর্জাতিক লেনদেনের জন্য যুক্তরাষ্ট্র-ভিত্তিক সুইফট ব্যবস্থার বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছে। ব্রিকসভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে লেনদেনের ক্ষেত্রে ডলার-বহির্ভুত মুদ্রা ব্যবহার করছে। ইউরোশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিগুলো ব্রিকসের সদস্য হয়েছে।
মোহাম্মাদ বাকের কলিবফ বলেন: ব্রিকসে শুধু অর্থনীতির বিষয়টিই গুরুত্ব পাচ্ছে না সেইসঙ্গে সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান নিয়েও ব্যাপক সহযোগিতার কথা বলা হচ্ছে। এবারের মস্কো সম্মেলনের অবকাশে তাজিকিস্তান, কাজাখস্তান, বেলারুশ ও আর্মেনিয়ার সঙ্গেও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ইরানসহ বিভিন্ন দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন: ব্রিকসভুক্ত দেশগুলো জোর দিয়ে একথা উল্লেখ করেছে যে, আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা সকল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
উল্লেখ করা যায়, ব্রিকস হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাসহ উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলির একটি সংস্থা। ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত চলতি বছরের ১ জানুয়ারি এই সংস্থায় যোগ দেয়। ২০১৮ সালে এই সংস্থাভুক্ত দেশগুলোর জিডিপির আকার ছিল প্রায় ৫৭ ট্রিলিয়ন মার্কিন ডলার।#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।