ইউরোপীয় দেশগুলো অতি সস্তায় শ্রমিক পেতেই অভিবাসী গ্রহণ করে
(last modified Sat, 03 Aug 2024 03:47:41 GMT )
আগস্ট ০৩, ২০২৪ ০৯:৪৭ Asia/Dhaka
  • ইউরোপীয় দেশগুলো অতি সস্তায় শ্রমিক পেতেই অভিবাসী গ্রহণ করে

পার্সটুডে- ইউরোপীয় দেশগুলোতে অভিবাসীদের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। কথিত এই সবুজ মহাদেশে অতি সস্তায় শ্রমিকদের ব্যবহার করা হয় এবং অভিবাসী শ্রমিকদেরকে সামান্য মজুরি দিয়ে কাজ করানো হয়।

উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানো বেশিরভাগ অভিবাসী এই আশঙ্কায় থাকেন যে, তাদেরকে যে স্বল্প পারিশ্রমিকে কাজ করানো হয় সেটি প্রকাশ করে দিলে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এ সম্পর্কে বলেছে: ইউরোপীয় দেশগুলোতে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত ব্যক্তিদের সামান্য পারিশ্রমিকে কাজ করানো হয় এবং অভিবাসী শ্রমিকরা স্থানীয় শ্রমিকদের তুলনায় তিন ভাগের এক ভাগ মজুরি পান।

বিটেনের ‘সেন্টার ফর সোশ্যাল জাস্টিস’ ও ‘জাস্টিস এন্ড কেয়ারের’ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে ‘নতুন ক্রীতদাস প্রথা’ মাথাচারা দিয়ে উঠেছে। মানবপাচারকারী চক্র আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে অভিবাসী শ্রমিকদেরকে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করে এবং তাদেরকে সামান্য পারিশ্রমিক দিয়ে তাদের কষ্টার্জিত অর্থে শত শত কোটি ডলার কামিয়ে নেয়।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানির নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। এই দেশটির নানা কষ্টকর সেক্টরে হাজার হাজার অভিবাসী শ্রমিক লোকচক্ষুর অন্তরালে মানবেতর জীবনযাপন করছে ও সামান্য মজুরির বিনিময়ে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত রয়েছে।

ইরানের বার্তা সংস্থা মিজানের বরাত দিয়ে পার্সটুডে ফার্সি জানিয়েছে, জার্মানিতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদেরকে বাধ্যতামূলক কাজে নিয়োজিত করার বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক হৈ চৈ শুরু করেছে। জার্মান সরকার দাবি করছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে জার্মানিতে প্রবেশ করা অভিবাসীদের বেকার ফেলে না রেখে তাদেরকে কোনো উপকারি কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের অতীতের ‘ক্রীতদাস প্রথার মতো’ ব্যবহার করছে জার্মানি। দেশটি এর মাধ্যমে অভিবাসীদের জার্মানিতে প্রবেশের বিরোধিতাকারী উগ্র ডানপন্থিদের সামাল দেয়ার চেষ্টা করছে।

ব্রিটেনে আশ্রয় গ্রহণকারী অভিবাসী শ্রমিকদের অবস্থাও তথৈবচ। লন্ডন থেকে প্রকাশিত দৈনিক গার্ডিয়ান এ সম্পর্কে লিখেছে: ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর দেশটিতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য ব্রিটিশ সরকার অভিবাসীদেরকে খুব সহজেই শ্রমিক ভিসা দিচ্ছে। কিন্তু এসব শ্রমিকের ব্যাপারে ব্রিটেনের শ্রম আইন মানা হচ্ছে না এবং বিষয়টি ‘নয়া ক্রীতদাস প্রথায়’ পরিণত হয়েছে।

ফ্রান্সে অভিবাসী শ্রমিকদের সঙ্গেও করা হয় বর্ণবাদী আচরণ। ইউরোনিউজের এক রিপোর্টে বলা হয়েছে, ফ্রান্সে কর্মরত শ্রমিকদের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি করা হয় এবং তাদেরকে অমানবিক পরিবেশে ফেলে রাখার পাশাপাশি সামান্য মজুরি পরিশোধ করা হয়। ফ্রান্সে বসবাসরত মরক্কো ও আফ্রিকান সাহারার দক্ষিণের দেশগুলো থেকে আসা শ্রমিকদেরকে তাদের পূর্বপুরুষদের তুলনায় কম পারিশ্রমিক দেয়া হয় এবং তাদের মধ্যে বেকারত্বের হারও অনেক বেশি।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ