ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটের আবেদন নাকচ করল ব্রিটিশ সরকার
(last modified Sat, 09 Jul 2016 14:38:55 GMT )
জুলাই ০৯, ২০১৬ ২০:৩৮ Asia/Dhaka
  •  ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটের আবেদন নাকচ করল ব্রিটিশ সরকার

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না-থাকার প্রশ্নে দ্বিতীয়বার গণভোট আয়োজনের আবেদন আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে দেশটির সরকার। ৪০ লাখের বেশি মানুষের স্বাক্ষরসংবলিত ওই আবেদন সরকারের কাছে জমা দেওয়ার পর যুক্তরাজ্যের সরকারের কাছ থেকে গতকাল এ ঘোষণা এলো।

দ্বিতীয় গণভোট আয়োজনের আবেদন নাকচ করে দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদেরকে এখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ইইউ’র সঙ্গে এ সংক্রান্ত আলোচনায় ব্রিটিশ জনগণের জন্য কল্যাণকর সম্ভাব্য সর্বোত্তম কিছু করার ব্যাপারে সরকার প্রতিশ্রতিবদ্ধ।

গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন যুক্তরাজ্যবাসী। গণভোটে মোট ৭২ শতাংশ ভোট পড়ে। এর মধ্যে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়ে ৫২ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়ে ৪৮ শতাংশ।

কোনো বিষয়ে ভোট হলে ৭৫ শতাংশ ভোটার উপস্থিতি থাকতে হবে এবং এর মধ্যে পক্ষে বা বিপক্ষে ৬০ শতাংশের কম ভোট পড়লে আবার ভোটের আয়োজন করতে হবে—এমন একটি বিধির প্রতি আহ্বান জানিয়ে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল।#

 

পার্সটুডে/বাবুল আখতার/৯

 

ট্যাগ