ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদের ওপর বসে আছে ইউক্রেন: মার্কিন সিনেটর
https://parstoday.ir/bn/news/world-i141470
পার্সটুডে-মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম স্বীকার করেছেন ইউক্রেনের সম্পদের ওপর তাঁর দেশের লোভাতুর দৃষ্টি পড়েছে।
(last modified 2025-07-12T09:26:11+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৪ ১৬:০৯ Asia/Dhaka
  • সিনেটর লিন্ডসে গ্রাহামের স্বীকারোক্তি
    সিনেটর লিন্ডসে গ্রাহামের স্বীকারোক্তি

পার্সটুডে-মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম স্বীকার করেছেন ইউক্রেনের সম্পদের ওপর তাঁর দেশের লোভাতুর দৃষ্টি পড়েছে।

লিন্ডসে গ্রাহাম বলেছেন: ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ ওয়াশিংটনের প্রয়োজন। তিনি স্পষ্ট ভাষায় জানান: ইউক্রেনকে সামরিক সাহায্য অব্যাহত রাখা উচিত যাতে কিয়েভ রাশিয়ার সাথে যুদ্ধে জিততে পারে। পার্সটুডে আরও জানায়, গ্রাহাম গুরুত্বের সঙ্গে বলেছেন: ইউক্রেনীয়রা এক লক্ষ কোটি ডলার মূল্যের খনিজ সম্পদের ওপর বসে আছে। মার্কিন অর্থনীতির জন্য ওই সম্পদ ব্যাপক উপকারে আসতে পারে বলে তিনি মন্তব্য করেন।

আমেরিকার দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর গ্রাহাম এর আগেও বহুবার এ প্রসঙ্গে কথা বলেছেন। কোনোরকম রাখঢাক না করেই তিনি বলেছেন: ইউক্রেনীয়দের হাতে থাকা সম্পদগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পদ।

কিছু দিন আগে, আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন-কিয়েভের উচিত তাদের সামরিক সরঞ্জাম বাড়ানো। তিনি আরও বলেছেন: আমেরিকা গত জুন মাস থেকে ইউক্রেনকে ৪শ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকেই ওয়াশিংটনকে একটি বৃহৎ জোটের মূল হোতা বলে বিবেচনা করেন। কেননা আমেরিকা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখে অজানা ভবিষ্যত পর্যন্ত উত্তেজনা জিইয়ে রাখতে চায়।

২২ ফেব্রুয়ারী ২০২২ থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যতবারই শান্তি নিয়ে আলোচনা হয়েছে ততবারই মার্কিন কর্মকর্তারা বলেছেন-ওই যুদ্ধ দীর্ঘসময় ধরে চলতে পারে। বছরের পর বছর স্থায়ী হতে পারে-তেমন একটি যুদ্ধের জন্য বিশ্বের প্রস্তুত হওয়া উচিত।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।