গুপ্তচরবৃত্তির দায়ে রাশিয়া থেকে ছয় ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার
(last modified Sun, 15 Sep 2024 09:22:10 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১৫:২২ Asia/Dhaka
  • গুপ্তচরবৃত্তির দায়ে রাশিয়া থেকে ছয় ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার
    গুপ্তচরবৃত্তির দায়ে রাশিয়া থেকে ছয় ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার

 পার্সটুডে- রাশিয়া তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে ছয় জন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই কূটনীতিকদের স্বীকৃতি-পত্র বাতিল করার কথাও ঘোষণা করেছে। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশ কোনোভাবেই ব্রিটিশ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের গোপন তৎপরতা সহ্য করবে না।  তিনি মস্কোর বিরুদ্ধে অগঠনমূলক ও শত্রুতামূলক তৎপরতা বন্ধ করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানান। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে রাশিয়ার উপর্যুপরি হুঁশিয়ারির কথা স্মরণ করিয়ে দিয়ে জাখারোভা বলেন, লন্ডনের যে কোনো ধরনের অবন্ধুত্বসুলভ তৎপরতার কঠোর জবাবে দেবে মস্কো। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, "ব্রিটিশ দূতাবাস কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশনে নির্ধারিত সীমাবদ্ধতা অনেক বেশি মাত্রায়  লঙ্ঘন করেছে।"

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসও (এফএসবি) একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছে যে এটি এমন কিছু দলিলপত্র পেয়েছে যেখানে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি জোরদারের জন্য লন্ডনকে সমন্বয়ের ভূমিকায় দেখা গেছে। 

এর আগে মে মাসে, ব্রিটিশ সরকার ইউরোপ জুড়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির অজুহাতে লন্ডনে মস্কোর সামরিক অ্যাটাশেকে নির্বাসিত করেছিল এবং দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা পাস করেছিল।

এর আগে মে মাসে, ব্রিটিশ সরকার ইউরোপ জুড়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির অজুহাতে লন্ডনে মস্কোর সামরিক অ্যাটাশেকে বহিষ্কার করেছিল এবং দেশটির বিরুদ্ধে নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। 

গতকাল, মার্কিন বিচার বিভাগও, দেশটিতে কৃষ্ণাঙ্গদের অধিকার বিষয়ের চার কর্মীকে অপরাধী ঘোষণা করে তাদের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

এইসব পদক্ষেপ এমন সময় নেয়া হল যখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দেওয়ার বিষয়ে কথা বলতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ওয়াশিংটনে যাচ্ছেন।#

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ