বসনিয়া: গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল
https://parstoday.ir/bn/news/world-i141680-বসনিয়া_গাজার_চলমান_ঘটনাবলী_সমসাময়িক_বিশ্বের_সবচেয়ে_বড়_ভুল
পার্সটুডে- বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট পরিষদের চেয়ারম্যান ডেনিস বেচিরোভিচ (Denis Bećirović) গাজা উপত্যকার চলমান ঘটনাবলীকে সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল বলে বর্ণনা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ০৯:৫৮ Asia/Dhaka
  • বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট পরিষদের প্রধান ডেনিস বেচিরোভিচ
    বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট পরিষদের প্রধান ডেনিস বেচিরোভিচ

পার্সটুডে- বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট পরিষদের চেয়ারম্যান ডেনিস বেচিরোভিচ (Denis Bećirović) গাজা উপত্যকার চলমান ঘটনাবলীকে সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল বলে বর্ণনা করেছেন।

তিনি রোববার তুরস্ক সফরে এসে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।  তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বলের দুলমাবাগচে প্রাসাদে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসরাইলের চলমান গণহত্যার শিকার গাজার বেসামরিক নাগরিকদের ভয়াবহ দুর্ভোগের প্রতি ইঙ্গিত করে বেচিরোভিচ বলেন, গাজায় চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল। পার্সটুডে ফার্সি জানায়, বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট পরিষদের প্রধান ডেনিস বেচিরোভিচ আরো বলেন, অবিলম্বে গাজার নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করে সেখানে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

ইহুদিবাদী ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে।

গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইসরাইলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি শহীদ ও ৯৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু।# 

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৬