'যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক শিল্প রক্ষায় ইউক্রেনকে যুদ্ধের মধ্যে রাখতে চায়'
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১৬:৪২ Asia/Dhaka
পার্সটুডে- ইউরোপীয় পার্লামেন্টে আয়ারল্যান্ডের প্রতিনিধি মাইক ওয়ালেস বলেছেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটো নামক সন্ত্রাসী সংগঠনকে নতুন জীবন দিয়েছে ইউরোপ ও আমেরিকা।
ন্যাটোর কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যম এক্স পেজে তিনি লিখেছেন- ইউক্রেনে শান্তি চায় না ইউরোপ ও আমেরিকা; তারা ন্যাটো নামক একটি সন্ত্রাসী সংগঠনকে নতুন জীবন দিতে চেয়েছিল, সামরিক শিল্পকে সমৃদ্ধ করতে চেয়েছিল। আর এই কাজের জন্য ইউক্রেন ছিল সেরা অপশন।
রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের প্রতি পশ্চিমাদের উদাসীনতা এবং রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো বাহিনীকে নিয়ে যাওয়ার কারণে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।