হোয়াইট হাউজের সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/world-i142420-হোয়াইট_হাউজের_সামনে_নিজের_শরীরে_আগুন_লাগিয়ে_ইসরাইলি_গণহত্যার_প্রতিবাদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও অব্যাহত গণহত্যার প্রতিবাদে গত (শনিবার) সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে নিজের শরীরে আগুন দিয়েছেন এক সাংবাদিক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৭, ২০২৪ ১৭:২৯ Asia/Dhaka
  • হোয়াইট হাউজের সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও অব্যাহত গণহত্যার প্রতিবাদে গত (শনিবার) সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে নিজের শরীরে আগুন দিয়েছেন এক সাংবাদিক।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিন ও লেবাননের সমর্থকদের গণবিক্ষোভ চলাকালে একজন আমেরিকার বিক্ষোভকারী নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। পার্সটুডের মতে, এই বিক্ষোভকারী নিজেকে আগুন দেওয়ার সময় ফিলিস্তিনের স্বাধীনতার জন্য চিৎকার করেছিলেন।

পরে তার পরিচয়ও মিলেছে; তিনি মার্কিন গণমাধ্যমে কাজ করা ফটোসাংবাদিক স্যামুয়েল মেনা জুনিয়র। নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়ার ভিডিও ফুটেজ এরইমধ্যে ছড়িয়ে পড়েছে। তবে কোনো মিডিয়াতে তিনি কর্মরত ছিলেন তা পরিষ্কার নয়। মেনা জুনিয়রকে হোয়াইট হাউজের বাইরে রাস্তার মাঝখানে তার বাম হাতটি আগুনে পুড়িয়ে দেয়ার পরে ব্যাথায় চিৎকার করতে দেখা যায়। এসময় পুলিশ ও পথচারীরা সাহায্যের জন্য ছুটে যায়। 

ভিডিওতে দেখা যায়- মেনা তার বাম হাত ধরে রেখেছে তবে সাহায্যে ছুটে আসা লোকজন তার শরীরে পানি ঢেলে দেন। তবে ততক্ষণে তার হাত মারাত্মকভাবে পুড়ে যায়। খবরে বলা হয়েছে- নিজের দেহে আগুন লাগানোর ফলে মেনার জীবন ঝুঁকির মুখে পড়েছে।  

ওয়াশিংটনে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ করে গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধযজ্ঞ অব্যাহত রাখার এবং এসব অপরাধযজ্ঞের প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদ জানায়।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন বিমান বাহিনীর সক্রিয় সদস্য অ্যারন বুশনেল ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের বাইরে নিজের শরীরে আগুন ধরিয়ে মারা যান। দুজনই গাজায় ইসরাইলের অব্যাহত বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ করতে গিয়ে গায়ে আগুন দেন।

গত বছরের ৭ অক্টোবর থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরাইলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের অরক্ষিত এবং নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকায় নির্বিচারে গণহত্যা শুরু করেছে।

গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইসরাইলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি শহীদ ও ৯৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু।#

পার্সটুডে/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।