বোয়িংয়ের যন্ত্রাংশ সামরিক কাজে ব্যবহার করবে ইরান: মার্কিন কংগ্রেসের ভয়
https://parstoday.ir/bn/news/world-i14278-বোয়িংয়ের_যন্ত্রাংশ_সামরিক_কাজে_ব্যবহার_করবে_ইরান_মার্কিন_কংগ্রেসের_ভয়
ইরানের সঙ্গে কয়েকশ কোটি ডলারের বিমান বিক্রির চুক্তির ওপর মার্কিন কংগ্রেসের সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করেছে বিমান কোম্পানি বোয়িং। বোয়িং আরো বলেছে, যদি তাদের ওপর নিষেধাজ্ঞা চূড়ান্ত হয় তাহলে প্রতিদ্বন্দ্বী সব কোম্পানিকেই ইরানের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১১, ২০১৬ ১৯:০৩ Asia/Dhaka
  • বোয়িং
    বোয়িং

ইরানের সঙ্গে কয়েকশ কোটি ডলারের বিমান বিক্রির চুক্তির ওপর মার্কিন কংগ্রেসের সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করেছে বিমান কোম্পানি বোয়িং। বোয়িং আরো বলেছে, যদি তাদের ওপর নিষেধাজ্ঞা চূড়ান্ত হয় তাহলে প্রতিদ্বন্দ্বী সব কোম্পানিকেই ইরানের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে।

বোয়িংয়ের বাণিজ্যিক বিমান ইউনিটের প্রধান নির্বাহী কর্মকর্তা রে কোনার গতকাল (রোববার) লন্ডনে বলেছেন, ইরানের কাছে ৮০টি বিমান বিক্রির বিষয়ে কোম্পানির ওপর মার্কিন কংগ্রেস নিষেধাজ্ঞা আরোপ করলে তাতে শুধু এ কোম্পানি প্রতিদ্বন্দ্বীদের কাছে অসুবিধাজনক অবস্থার মুখে পড়বে।

জুন মাসে ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ার ও বোয়িং কোম্পানি একটি সমঝোতা স্মারক সই করে এবং এর আওতায় তেহরান অন্তত ৮০টি বিমান কিনবে। আড়াই হাজার কোটি ডলারের এ চুক্তিকে সহায়তা করার জন্য বোয়িং ২৯টি বিমান ইরানের কাছে লিজ দিতেও প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদ চুক্তিটি আটকে দিয়েছে। কংগ্রেসম্যানরা অনেকেই বলছেন, ইরান এ বিমানের যন্ত্রাংশ সামরিক কাজে ব্যবহার করবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১