কয়েক-মেরুকেন্দ্রীক বিশ্ব-ব্যবস্থা ঠেকাতে পাশ্চাত্যের ভয়-ভীতি প্রদর্শন
রাশিয়া-ভীতি ছড়ানোর ব্যাপারে পাশ্চাত্যের প্রতি ল্যাভরভের প্রতিবাদ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়া-ভীতি ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি সুচি শহরে আফ্রিকার ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ-পদস্থ কর্মকর্তাদের এক বৈঠকে রাশিয়ার ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বাধ্য করতে অন্যান্য দেশের ওপর পশ্চিমা চাপ ও প্রচেষ্টার নিন্দা জানিয়ে বলেছেন: পশ্চিমা দেশগুলো কয়েক-মেরুকেন্দ্রীক বিশ্ব-ব্যবস্থা ঠেকাতে ভয়-ভীতি প্রদর্শন করছে।
পার্স-টুডে জানিয়েছে ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্য বিশ্ব-অঙ্গনে নিজের আধিপত্যকামী অবস্থান ছাড়তে রাজি নয়। পাশ্চাত্য বিশ্বের বেশিরভাগ দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেসব পদ্ধতি ব্যবহার করছে সেসবের সঙ্গে উপনিবেশবাদী নীতির কোনো পার্থক্য নেই।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, রাশিয়া ও আফ্রিকা পরস্পরের সম্পর্ক জোরদারে কিছু প্রস্তাব দিয়েছে, কিন্তু এই বিনিময় কোনো অবৈধ চাঁদা দেয়া ছাড়াই সম্পন্ন হতে হবে; পশ্চিমাদের বিপরীতে মস্কো এ পর্যন্ত কখনও আফ্রিকার দেশগুলোর ব্যাপারে উপনিবেশবাদী নীতি গ্রহণ করেনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রোববার এক বাণীতে বলেছেন, মস্কো সন্ত্রাসবাদ ও খাদ্য সংকটসহ সব ক্ষেত্রে আফ্রিকার দেশগুলোকে পরিপূর্ণ সমর্থন দেয়া অব্যাহত রাখবে।
পার্সটুডে/এমএএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।