ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ‘পুমা’
https://parstoday.ir/bn/news/world-i144394-ইহুদিবাদী_ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_ছিন্ন_করল_পুমা’
পার্সটুডে- জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা পাঁচ বছরের চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ০১, ২০২৪ ০৯:৩৬ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ‘পুমা’

পার্সটুডে- জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা পাঁচ বছরের চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।  

ফিলিস্তিনের সমর্থকদের ব্যাপক চাপ এবং প্রায় পাঁচ বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর অবশেষে ক্রীড়া সরঞ্জাম কোম্পানি ‘পুমা’ ইহুদিবাদী দখলদার সরকারের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করেছে। পুমা ঘোষণা করেছে, চলতি ২০২৪ সাল শেষ হওয়ার পর ইসরাইলের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের স্পন্সরশিপ চুক্তি আর নবায়ন করবে না।

গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে তেল আবিবের সঙ্গে সহযোগিতা করার কারণে ইসরাইলকে বয়কট করার বৈশ্বিক আন্দোলনকারীদের তীব্র চাপের মুখে ছিল পুমা।  আন্দোলনকারীরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পুমার প্রতি আহ্বান জানিয়ে আসছিল।

ইহুদিবাদী ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও বয়কট আন্দোলন বা বিডিএস এর আওতায় বিশ্বের প্রায় ২০টি দেশ ইহুদিবাদী ইসরাইলবিরোধী তৎপরতা চালিয়ে আসছে। সংগঠনটি ২০২২ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার কারণে জার্মান কোম্পানি পুমার পণ্য বয়কট করার ডাক দিয়েছিল। এর ফলে পুমার যে ব্যবসায়িক ক্ষতি হয় তা থেকে বেরিয়ে আসার জন্যই মূলত তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল পুমা।

ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে অন্যতম বৃহত্তম জার্মান নির্মাতা পুমা স্পোর্টস কোম্পানি এর আগে ইহুদিবাদী ক্রীড়া দলগুলিকে স্পন্সর করার জন্য তেল আবিবের সঙ্গে আর্থিক চুক্তি স্বাক্ষর করেছিল।

ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, আমেরিকা ও জার্মানি তার প্রত্যক্ষ অংশীদার। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১