বিশ্ব হিজাব দিবস'; মুসলিম নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের দিন
-
• বিশ্ব হিজাব দিবস; মুসলিম নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের একটি দিন
পার্সটুডে- ২ ফেব্রুয়ারী, ২০২৫ সাল "বিশ্ব হিজাব দিবস"-এর ১৩তম বার্ষিকী যা ইউরোপ এবং আমেরিকায় মুসলিম নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে মুসলিম সংগঠনগুলো পালন করে আসছে।
বিশ্ব হিজাব দিবস হল একটি আন্তর্জাতিক ইস্যু যা সমাজে নারীদের পোশাকের সাথে সম্পর্কিত। পার্সটুডে জানিয়েছে, এই দিবসে মুসলিম এবং পর্দানশীন মহিলারা হিজাবের সমর্থনে বিভিন্ন র্যালি ও সভা-সমাবেশে যোগ দেন। একইসাথে তারা বিভিন্ন ধর্মের অমুসলিম মহিলাদেরও হিজাব পরে এক দিনের জন্য অভিজ্ঞতা অর্জনে উৎসাহিত করে থাকেন।
এই দিবস পালনের উদ্দেশ্য হল হিজাব এবং মুসলিম নারীদের সম্পর্কে যেকোনো ভুল ধারণা দূর করা এবং বিশ্বজুড়ে সমস্ত নারীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে হিজাব সামাজিক কার্যকলাপে বাধা সৃষ্টি করে না।
হিজাব পরার কারণে বৈষম্যের শিকার মুসলিম মেয়ে এবং মহিলাদের সমর্থনে এই দিবস পালনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমেরিকার 'জাতীয় শিক্ষা সমিতি' সেদেশের শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।
হিজাব পরার কারণে মুসলিম নারীরা যে সংকীর্ণমনা, বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হন, তার বিরুদ্ধে লড়াই করা এই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।
দিবসটির আয়োজকরা জোর দিয়ে বলেছেন যে এই দিনটি বিভিন্ন ধরনের মূল্যবোধের প্রতি সম্মান জানানো এবং বিশ্বকে ঐক্যবদ্ধকারী শক্তি হিসেবে তুলে ধরার একটি সুযোগ।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংস্থা 'দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস' (সিএআইআর) এই দিনটি সম্পর্কে জানিয়েছিল, এই বছরের বিশ্ব হিজাব দিবস "হিজাব এমন একটি কণ্ঠস্বর যাকে স্তব্ধ করা যাবে না"-মর্মে স্লোগান নিয়ে পালিত হবে। চ্যালেঞ্জের মুখে পর্দানশীল নারীদের শক্তি এবং দৃঢ়তা তুলে ধরাও অন্যতম লক্ষ্য। হিজাবের শ্লোগানকে শক্তিমত্ত্বা, পরিচয় ও সংহতির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয় যাতে বিশ্বব্যাপী পর্দানশীল নারীদের কণ্ঠস্বরকে তুলে ধরা যায়।
'দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস' এই দিবস পালনের ব্যাখ্যা দিতে গিয়ে আরও বলেছে: "আন্তর্জাতিক হিজাব দিবস পালন সংলাপ জোরদার করা এবং হিজাব সম্পর্কে ভুল ধারণা দূর করার ক্ষেত্রে সচেতনতামূলক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। কারণ হিজাব কেবল একটি পোশাক নয়, বরং এটি বিশ্বাসীদের গুরুত্বপূর্ণ প্রতীক। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।