ইউরোপ-আমেরিকার বাক যুদ্ধ অব্যাহত: ট্রাম্পের দাবি জেলেনস্কি স্বৈরশাসক; জার্মানির প্রত্যাখ্যান
-
জেলেনস্কি
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে বর্ণনা করেছেন। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তার দেশই থাকবে না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে একজন মাঝারি সফল কৌতুক অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন। পার্সটুডে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প তার "ট্রুথ সোশ্যাল" নামক সামাজিক নেটওয়ার্কে লিখেছেন, "জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩৫০ বিলিয়ন ডলার ব্যয় করার কথা বলে একটি যুদ্ধে প্রবেশ করতে রাজি করিয়েছিলেন যা জেতা অসম্ভব ছিল, এমন একটি যুদ্ধ শুরু করাই উচিত হয়নি।"
ভুল তথ্যের ওপর গড়ে ওঠা পরিবেশে বাস করেন ট্রাম্প: জেলেনস্কি
ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধ শুরু করার জন্য অভিযুক্ত করার একদিন পর জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবার ভুল তথ্য দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, রাশিয়ার "ভুল তথ্যের বুদবুদে" আটকা পড়েছেন ট্রাম্প। জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের দাবির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি ইউক্রেনের অবস্থানের উপর জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ শেষ করার কোনো চুক্তিতে পৌঁছানো যাবে না।
আমাদের কোনো মন্তব্য নেই: জাতিসংঘ
আমেরিকা ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বাকযুদ্ধ বেড়ে যাওয়ার পর জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, জাতিসংঘ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনার আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদক ডুজারিক-কে প্রশ্ন করেছিলেন, "জাতিসংঘের মহাসচিব কি মনে করেন যে জেলেনস্কিকে একজন স্বৈরশাসক বলা এবং রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করার জন্য জেলেনস্কিকে দোষারোপ করা এই যুদ্ধের অবসানের প্রচেষ্টাকে দুর্বল করে দেবে?" এর উত্তরে ডুজারিক বলেছেন, জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের মুখপাত্র বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের কর্মকর্তাদের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে পারেন না।
আমরা জেলেনস্কির পক্ষে: ব্রিটেন
জেলেনস্কির বিরুদ্ধে ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারসহ ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্বরা ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেনের জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করে ডোনাল্ড ট্রাম্পের মৌখিক আক্রমণের বিরুদ্ধে ফোনে জেলেনস্কিকে সমর্থন জানিয়েছেন।
ট্রাম্প ভুল বলেছেন: জার্মানি
জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ জোর দিয়ে বলেছেন, "ডোনাল্ড ট্রাম্পের জেলেনস্কিকে স্বৈরশাসক বলা বিপজ্জনক।" শুলজ আরো বলেছেন: "জেলেনস্কিকে একনায়ক হিসেবে অভিহিত করার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত ভুল এবং বিপজ্জনক।" তিনি আরও বলেন, ইউক্রেনের সংবিধান এবং নির্বাচনী আইনে যুদ্ধকালীন সময়ে দেশে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা নেই। তার মতে, "জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা ঠিক নয়।"
ইউক্রেনের ব্যাপারে আমাদের মিত্ররা ঐক্যবদ্ধ: ফ্রান্স
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেছেন, ফ্রান্স এবং তার মিত্ররা ইউক্রেনের বিষয়ে ঐক্যবদ্ধ। মস্কো এবং কিয়েভের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর জন্য যে চুক্তিই হোক না কেন তাতে ইউক্রেনের অধিকার এবং ইউরোপের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নেওয়া উচিত।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।