আমেরিকা একদল উগ্র ডানপন্থী গুন্ডাদের হাতে জিম্মি হয়ে আছে: দ্য গার্ডিয়ান
https://parstoday.ir/bn/news/world-i147724-আমেরিকা_একদল_উগ্র_ডানপন্থী_গুন্ডাদের_হাতে_জিম্মি_হয়ে_আছে_দ্য_গার্ডিয়ান
পার্সটুডে - দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকা মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বে "অনৈতিকতা" বিস্তারে অন্যতম একজন উৎস হিসেবে মূল্যায়ন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৫, ২০২৫ ১৮:৩৩ Asia/Dhaka
  • • ডানে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বামে: ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক
    • ডানে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বামে: ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক

পার্সটুডে - দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকা মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বে "অনৈতিকতা" বিস্তারে অন্যতম একজন উৎস হিসেবে মূল্যায়ন করেছে।

দৈনিক গার্ডিয়ান সংবাদপত্রের কলাম লেখক সাইমন টিসডেল সোমবার এক প্রতিবেদনে  লিখেছেন, "আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে বেশিরভাগ নিয়ম এবং জোট ভেঙে গেছে, যেখানে বিশৃঙ্খলা ও অনিয়মিত লেনদেন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন একজন  উত্তেজনা সৃষ্টিকারী হৈ চৈ এর উৎস।" পার্সটুডে-র মতে, সাইমন টিসডেল বিশ্বাস করেন যে ট্রাম্প এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার কর্মকাণ্ড এমন একটি বিশ্বকে চিত্রিত করেছে যা স্বার্থপর অহংকার এবং স্পষ্ট মিথ্যা দ্বারা চালিত।

তিনি বলেন, "ট্রাম্প জনগণ এমনকি অন্যান্য দেশের নেতাদেরও পরোয়া করেন না, এমনকি তাদের পোশাক নিয়েও ঠাট্টা করেন। যার ফলে মার্কিন সিনেটররাও মুখ খুলতে বাধ্য হয়েছেন।"

যুক্তরাষ্ট্র একদল উগ্র ডানপন্থী গুন্ডাদের হাতে জিম্মি বলে উল্লেখ করে গার্ডিয়ানের কলামিস্ট আরো লিখেছেন: "ট্রাম্পকে প্রতিরোধ করাই ইউরোপীয় নেতাদের একমাত্র করণীয়।"

তিনি উল্লেখ করেন যে ট্রাম্প সমর্থকরা সরকারি সংস্থা, বিচার বিভাগ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর আক্রমণ করছে। তিনি আরও বলেন: "যারা ট্রাম্পের সমর্থকদের বিরোধিতা করবে  তাদের এই স্বৈরাচারী গোষ্ঠী শাস্তি দেবে।"#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।