'ইয়েমেনিরা মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে লোহিত সাগর দিয়ে যেতে দিচ্ছে না'
https://parstoday.ir/bn/news/world-i148236-'ইয়েমেনিরা_মার্কিন_পতাকাবাহী_জাহাজগুলোকে_লোহিত_সাগর_দিয়ে_যেতে_দিচ্ছে_না'
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে তার দেশের জাহাজগুলো ব্যয়বহুল পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৪, ২০২৫ ১৬:১৩ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ
    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে তার দেশের জাহাজগুলো ব্যয়বহুল পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে।

ফিলিস্তিনের অসহায় জনগণের ওপর ইহুদিবাদীদের অব্যাহত হামলার ফলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও তাদের জলসীমায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আল-আলমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,এই বিষয়টি তেল আবিব এবং ইসরায়েলের নিকটতম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অত্যন্ত চড়া মূল্য চাপিয়েছে।

এ প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন,  "ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হামলার ফলে তিন-চতুর্থাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে।" ওয়াল্টজ সিবিএস নিউজকে বলেন যে, ৭৫ শতাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে তিনি আরও বলেন: "আমাদের একটি ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনের কাছে প্রণালী দিয়ে গিয়েছিল তখন এটি ২৩ বার আক্রমণের শিকার  হয়েছিল।"

পার্সটুডে/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।