ইয়েমেনিদের জন্য স্যাটেলাইট চিত্র ব্যবহার বন্ধের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন
https://parstoday.ir/bn/news/world-i148674-ইয়েমেনিদের_জন্য_স্যাটেলাইট_চিত্র_ব্যবহার_বন্ধের_মার্কিন_অনুরোধ_প্রত্যাখ্যান_করেছে_চীন
পার্সটুডে - মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে, ইয়েমেনের আনসারুল্লাহ যাতে স্যাটেলাইট চিত্র ব্যবহার করতে না পারে সে জন্য ওয়াশিংটনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াশিংটন দাবি করেছে যে লোহিত সাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হচ্ছে ওইসব স্যাটেলাইট চিত্র।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০২৫ ১০:৫০ Asia/Dhaka
  • • ইয়েমেনিদের জন্য স্যাটেলাইট চিত্র ব্যবহার বন্ধের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন।
    • ইয়েমেনিদের জন্য স্যাটেলাইট চিত্র ব্যবহার বন্ধের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন।

পার্সটুডে - মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে, ইয়েমেনের আনসারুল্লাহ যাতে স্যাটেলাইট চিত্র ব্যবহার করতে না পারে সে জন্য ওয়াশিংটনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াশিংটন দাবি করেছে যে লোহিত সাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হচ্ছে ওইসব স্যাটেলাইট চিত্র।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, দৈনিক ওয়াশিংটন পোস্ট সংবাদপত্র লিখেছে: সাংবাদিকদের সাথে এক সাক্ষাতে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস দাবি করেছেন যে চাংগুয়াং স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনসারুল্লাহর আক্রমণে সহায়তা করছে।  

ওয়াশিংটন পোস্টের মতে, এই গোপন পদ্ধতি বন্ধ করার জন্য বেইজিংয়ের কাছে বারবার মার্কিন অনুরোধ সত্ত্বেও, স্যাটেলাইট কোম্পানির প্রতি চীন সরকারের সমর্থন অব্যাহত রয়েছে। অথচ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে সরাসরি জাহাজে অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পেছনে ওই স্যাটেলাইট প্রযুক্তির সহায়তা নিচ্ছে আনসারুল্লাহ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন: চাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি কোম্পানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনসারুল্লাহর হামলায় তথ্যচিত্র দিয়ে সহযোগিতা করছে এমন দাবি অগ্রহণযোগ্য।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস আরও দাবি করেন: ওয়াশিংটনের সাথে চীনা কর্মকর্তাদের আলোচনার পরও স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি চাংগুয়াং-এর প্রতি বেইজিংয়ের সমর্থন থেকে বোঝা যায়, শান্তির প্রতি চীনের সমর্থনের দাবি ভুয়া।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন: "চীন আঞ্চলিক শান্তি বিনষ্ট হয় হয় এমন কোনো কাজ করবে না এবং ইয়েমেনের আনসারুল্লাহকে চীনা কোম্পানির তথ্যচিত্র সরবরাহ সম্পর্কে তাদের কিছু জানা নেই।"

লিন জিয়ান জোর দিয়ে বলেন: লোহিত সাগরের পরিস্থিতি আরও খারাপ হওয়ার পর থেকে, চীন উত্তেজনা কমাতে ইতিবাচক ভূমিকা পালন করেছে। তিনি বলেন, যখন আমেরিকা নিষেধাজ্ঞা এবং অন্যান্য চাপের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি করে চলেছে তখন বেইজিং সেখানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে।

চীন সংশ্লিষ্ট দেশগুলোকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তার করার আহ্বান জানায়।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।