গ্রিনল্যান্ড কেবলি সেখানকার বাসিন্দাদের: ট্রাম্পের দখল পরিকল্পনার বিরুদ্ধে ইইউ কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/world-i149102-গ্রিনল্যান্ড_কেবলি_সেখানকার_বাসিন্দাদের_ট্রাম্পের_দখল_পরিকল্পনার_বিরুদ্ধে_ইইউ_কর্মকর্তা
পার্সটুডে- ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস গ্রিনল্যান্ড দখলের মার্কিন পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, এই ভূখণ্ড কেবলি গ্রিনল্যান্ডবাসীদের।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২৫ ১৬:২৪ Asia/Dhaka
  • কায়া কাল্লাস
    কায়া কাল্লাস

পার্সটুডে- ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস গ্রিনল্যান্ড দখলের মার্কিন পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, এই ভূখণ্ড কেবলি গ্রিনল্যান্ডবাসীদের।

বুধবার এক রেডিও সাক্ষাৎকারে তিনি গ্রিনল্যান্ডের নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেন। পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

কায়া কাল্লাস বলেন, "বিশ্ব ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখার একমাত্র উপায় হলো পরস্পরের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সব দেশের সীমানার প্রতি সম্মান প্রদর্শন করা"।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কেবল সেখানকার জনগণের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিৎ বলে তিনি মন্তব্য করেন। 

হোয়াইট হাউসে পুনরায় প্রবেশের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করতে চান।

এই ঘোষণার জবাবে বারবারই গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের কর্মকর্তারা বলেছেন, উত্তর গোলার্ধের এই দ্বীপটি বিক্রির জন্য নয়।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন