ইউরোপের পূর্বাঞ্চলে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৪১০ বন্দি বিনিময়
(last modified Thu, 08 May 2025 10:53:34 GMT )
মে ০৮, ২০২৫ ১৬:৫৩ Asia/Dhaka
  • রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৪১০ বন্দিবিনিময়
    রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৪১০ বন্দিবিনিময়

পার্স টুডে: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ও কিয়েভের মধ্যে সর্বশেষ যুদ্ধবন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে উভয় পক্ষ একাধিকবার যুদ্ধবন্দিদের বিনিময় করেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ বিনিময়ে মোট ৪১০ জন বন্দি মুক্তি পেয়েছেন। উভয় পক্ষ ওই দিন ২০৫ জন করে বন্দি বিনিময় করেছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত রুশ বন্দিদের বর্তমানে বেলারুশে চিকিৎসা ও মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ক্রেমলিন: যুদ্ধবিরতির সময় ইউক্রেন হামলা চালালে জবাব দেয়া হবে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতিতে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে যুদ্ধবিরতির তিনদিনের প্রস্তাব, এখনো বহাল রয়েছে। প্রস্তাবটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া হয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যদি এই সময়ে হামলা চালায়, তবে রাশিয়া উপযুক্ত জবাব দেবে। পেসকভ বলেন, ইউক্রেন এখনো রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর চেষ্টা করছে।

জাখারোভা: জেলেনস্কি বিশ্বনেতাদের হুমকি দিয়েছেন

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার জানান, ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে তিনদিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেনের বিরোধিতা আসলে মস্কোতে অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া বিদেশি অতিথিদের প্রতি সরাসরি হুমকি। তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এ ধরনের বিরোধিতা স্পষ্টভাবে বিশ্বনেতাদের হুমকির সামিল।

রাশিয়া: ৯ মে'র প্রাক্কালে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ মে উদযাপনের প্রাক্কালে ইউক্রেনের একটি ড্রোন হামলা মস্কোতে প্রতিহত করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, মঙ্গলবার ৪০ মিনিটের ব্যবধানে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর আকাশে দুটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামায়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন শহরে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। এ হামলার কারণে মস্কোর কয়েকটি বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়।#

পার্সটুডে/এমএআর/৭