নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থীদের বিশাল সামবেশ; 'ডাচ সরকার বধির'
-
নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থীদের বিশাল সামবেশ
পার্সটুডে- গাজায় ইহুদিবাদী ইসরাইলের চলমান হত্যা-নৃশংসতার নিন্দা জানাতে নেদারল্যান্ডসে সমাবেশ করেছে ফিলিস্তিনপন্থীরা। রোববার হেগে ফিলিস্তিনি জনগণের সমর্থনে হাজার হাজার মানুষ জড়ো হন।
পার্সটুডে'র তথ্য বলছে, সমাবেশে অংশগ্রহণকারীরা ইহুদিবাদী ইসরাইলের প্রতি ডাচ সরকারের সমর্থনের নিন্দা জানিয়ে বলেছেন, গত মার্চ থেকে গাজায় শত শত মানুষ ক্ষুধায় মারা গেছে।
সমাবেশে অংশগ্রহণকারীরা যে ব্যানার বহন করছিলেন তাতে নানা শ্লোগান লেখা ছিল।
তারা মুখেও নানা শ্লোগান দিয়েছেন। গাজার মানুষের আর্তনাদ ডাচ সরকারের কানে পৌঁছায় না বলে তারা সমালোচনা করেছেন। বিক্ষোভকারীরা বলেন- নেদারল্যান্ডস অর্থ দিচ্ছে, আর তা দিয়ে ইসরাইল বোমা মারছে।
ইহুদিবাদী ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে মানুষ মারছে। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ১২ লাখের বেশি ফিলিস্তিনি।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।