গাজা উপত্যকায় ইসরাইলি হামলা বৃদ্ধির ঘটনা ঘৃণ্য': ইউরোপীয় কমিশনের প্রধান
https://parstoday.ir/bn/news/world-i149574-গাজা_উপত্যকায়_ইসরাইলি_হামলা_বৃদ্ধির_ঘটনা_ঘৃণ্য'_ইউরোপীয়_কমিশনের_প্রধান
পার্সটুডে-ইউরোপীয় কমিশনের সভাপতি গাজা উপত্যকায় বেসামরিক অবকাঠামোর উপর ইসরাইলি হামলা বৃদ্ধিকে 'ঘৃণ্য' বলে উল্লেখ করেছেন। সেইসাথে অবিলম্বে গাজা অবরোধ বন্ধ করা এবং মানবিক ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২৫ ১৭:৩৯ Asia/Dhaka
  • উরসুলা ভন ডের লেইন, ইউরোপীয় কমিশনের প্রধান
    উরসুলা ভন ডের লেইন, ইউরোপীয় কমিশনের প্রধান

পার্সটুডে-ইউরোপীয় কমিশনের সভাপতি গাজা উপত্যকায় বেসামরিক অবকাঠামোর উপর ইসরাইলি হামলা বৃদ্ধিকে 'ঘৃণ্য' বলে উল্লেখ করেছেন। সেইসাথে অবিলম্বে গাজা অবরোধ বন্ধ করা এবং মানবিক ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন মঙ্গলবার জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে তিনি জোর দিয়ে বলেছেন যে, এই স্তরের সহিংসতার কোনও যৌক্তিকতা নেই। তিনি আরও বলেছেন: গাজায় এখন যা ঘটছে তা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসম শক্তি প্রয়োগ করা মানবিক আইন এবং আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন।

ভন ডের লেইন আরও বলেছেন: ইসরাইলকে অবিলম্বে গাজা উপত্যকার অবরোধ তুলে নিতে হবে। একইভাবে মানবিক নীতিমালা অনুযায়ী এবং জাতিসংঘসহ অন্যান্য সাহায্য সংস্থার মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দিতে হবে।

যুদ্ধবিরতিতে ফিরে আসার এবং বৃহৎ পরিসরে মানবিক সাহায্য সরবরাহ ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার বিষয়ে ইইউ'র আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করে ইউরোপীয় কমিশনের প্রধান আরও বলেন: এই পদক্ষেপগুলো একটি স্থায়ী সমাধানে পৌঁছা এবং সংঘাতের অবসানের জন্য অপরিহার্য।

ইউরোপীয় কমিশনের বিবৃতি অনুযায়ী, ভন ডের লেইন পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।তিনি  বলেছেন: দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক এবং স্থায়ী শান্তির প্রতি ইউরোপ প্রতিশ্রুতিতে অটল।

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তাও গতকাল ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক ফোনালাপে গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসী বাহিনীর ব্যাপক আক্রমণের মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৫৪,০০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সাম্প্রতিক দশকগুলোতে এটি সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর একটিতে হয়েছে।

হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরসহ অবকাঠামোর ওপর ক্রমাগত আক্রমণ লক্ষ লক্ষ বেসামরিক নাগরিককে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ সাহায্য সরবরাহ কাজকে ব্যাহত করেছে।

একইসাথে, গাজা উপত্যকার ওপর পরিপূর্ণ অবরোধ আরোপের ফলে খাদ্য, ওষুধ এবং জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। জাতিসংঘ, আন্তর্জাতিক রেড ক্রস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার জন্য এবং অবিলম্বে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে এসেছে।

তবু ইসরাইল আন্তর্জাতিক সতর্কতা, জাতিসংঘের প্রস্তাব এবং ইসলামী ও ইউরোপীয় দেশগুলোর ব্যাপক অনুরোধ উপেক্ষা করে তাদের হামলা অব্যাহত রেখেছে। ওই ঘটনায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেল আবিবের সঙ্গে ইউরোপীয় একানো কোনো দেশের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।