ট্রাম্পের দাবি বিক্ষোভকারীরা পশু; 'ট্রাম্প নিজেকে রাজা মনে করেন'
(last modified Wed, 11 Jun 2025 11:46:59 GMT )
জুন ১১, ২০২৫ ১৭:৪৬ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ লস অ্যাঞ্জেলেসের পর অন্যান্য মার্কিন শহরেও ছড়িয়ে পড়েছে।

ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচকেরা বলেছেন, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গত বছর নির্বাচনী প্রচারণার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে রয়েছে অবৈধ অভিবাসীদের বিতাড়ন। এই প্রতিশ্রুতির ভিত্তিতে মার্কিন ফেডারেল ইমিগ্রেশন সংস্থা (আইসিই) অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক এসব অভিযান ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসীবিরোধী অভিযানের পরিকল্পনার অংশ। লস অ্যাঞ্জেলেসের অধিবাসীদের এক-তৃতীয়াংশের বেশি বিদেশে জন্মগ্রহণ করেছে বলে জায়গাটি এমন অভিযানের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে- লস অ্যাঞ্জেলেসের পর বোস্টন, সান ফ্রান্সিসকো, ডালাস, শিকাগো, আটলান্টা, হিউস্টন, টেক্সাস এবং নিউইয়র্কেও ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। নিউ ইয়র্কের আইসিই ভবনের সামনে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

লস অ্যাঞ্জেলেসে লুটপাট, কারফিউ ও গ্রেপ্তার

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের খবর পাওয়া গেছে এবং এ পর্যন্ত শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন, মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত শহরের কিছু অংশে কারফিউ জারি করা হবে। লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান আরো জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে একটি অভিবাসী অধিকার সংস্থা জানিয়েছে, গত শুক্রবার থেকে আইসিই বাহিনী ৩০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।

বিক্ষোভকারীরা পশু: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'অনিয়ন্ত্রিত অভিবাসন বিশৃঙ্খলা তৈরি করে। আমরা লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করব। উত্তর ক্যারোলিনায় সামরিক ঘাঁটিতে এক বক্তৃতায় ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধীদের আক্রমণ করে বলেন- "তারা পশু।"

ট্রাম্প নিজেকে রাজা মনে করেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন নীতির বিরুদ্ধে চলমান গণবিক্ষোভ মোকাবেলায় ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড এবং মেরিন মোতায়েনের বিষয়ে সিএনএন-এর সাথে এক সাক্ষাৎকারে মার্কিন কংগ্রেসম্যান জন গ্যারামেন্ডি বলেছেন- এসব পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে, ট্রাম্প এই জাতির রাজা হওয়ার ভান করেন। তিনি মনে করছেন, তার যা ইচ্ছা তাই করার ক্ষমতা রয়েছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।