বিদেশি সাংবাদিকদের অংশগ্রহণে 'গণমাধ্যমের বিরুদ্ধে সন্ত্রাসের নিন্দা' শীর্ষক ইভেন্ট অনুষ্ঠিত
পার্সটুডে- বিশ্বের বিভিন্ন দেশের একদল সাংবাদিক বৃহস্পতিবার তেহরানে 'আইআরজিসি'র অ্যারোস্পেস প্রদর্শনী'-তে অংশগ্রহণের পাশাপাশি 'জায়োনিস্ট ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।
সাংবাদিকেরা গণমাধ্যমের বিরুদ্ধে সন্ত্রাসের নিন্দা নিন্দা জানিয়েছেন। তারা ১২ দিনের যুদ্ধে শহীদ হওয়া সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান। আয়োজনটি “সোবহ্ মিডিয়া সেন্টার”-এর আমন্ত্রণে এবং ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রও প্রশস্ত হয়েছে। এই ইভেন্টের ফলে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকরা ইরানের বাস্তবতা, প্রতিরোধের শক্তি, জাতীয় ঐক্য এবং নিপীড়ন সম্পর্কে আরও বেশি অবহিত হয়েছেন। এ কারণে তারা এই বাস্তবতা বিশ্বমঞ্চে আরও সুচারুভাবে তুলে ধরতে সক্ষম হবেন।




এই উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে ইরানের বিরুদ্ধে সংঘটিত মিডিয়াবিরোধী সন্ত্রাসকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।