টালমাটাল পেন্টাগন: ক্ষেপণাস্ত্র সংকট, ড্রোন কেলেঙ্কারি ও পদত্যাগের ঢেউ
https://parstoday.ir/bn/news/world-i150530-টালমাটাল_পেন্টাগন_ক্ষেপণাস্ত্র_সংকট_ড্রোন_কেলেঙ্কারি_ও_পদত্যাগের_ঢেউ
পার্সটুডে: মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক এক উপদেষ্টা ফাঁস করেছেন যে, আমেরিকার কাছে মাত্র ৮ দিনের যুদ্ধ চালানোর মতো ক্ষেপণাস্ত্র মজুদ আছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২০, ২০২৫ ১৮:২০ Asia/Dhaka
  • পেন্টাগনের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর
    পেন্টাগনের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর

পার্সটুডে: মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক এক উপদেষ্টা ফাঁস করেছেন যে, আমেরিকার কাছে মাত্র ৮ দিনের যুদ্ধ চালানোর মতো ক্ষেপণাস্ত্র মজুদ আছে।

বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার যুদ্ধকামী নীতির ফলে ওয়াশিংটন যখন ইসরায়েল ও ইউক্রেনকে একটানা সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, তখন এই ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে হয়তো বিদেশে সামরিক অঙ্গীকার কমাতে হতে পারে কিংবা প্রতিরক্ষা বাজেট এবং অস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে হতে পারে—যার অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব গভীর হবে।

জামারান ওয়েবসাইটের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পেন্টাগনের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর শুক্রবার সতর্ক করে বলেছেন, পেন্টাগনের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, বর্তমান গতিতে বিদেশে অস্ত্র পাঠানো (ইসরায়েল ও ইউক্রেনকে ব্যাপক সহায়তা) চলতে থাকলে আমেরিকার কাছে মাত্র ৮ দিনের যুদ্ধ চালানোর মতো ক্ষেপণাস্ত্র থাকবে, এরপর "পরমাণু অস্ত্রের বিকল্প বেছে নিতে হবে!"

ম্যাকগ্রেগর বলেন, তিনি নিশ্চিত নন, ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি সম্পর্কে অবগত কিনা। তাই তিনি আহ্বান জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেন দেশের বাস্তব সামরিক মজুত সম্পর্কে সচেতন হন।

মার্কিন ন্যাশনাল গার্ডে নিরাপত্তা কেলেঙ্কারি

সম্প্রতি পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ন্যাশনাল গার্ডের নেটওয়ার্ক হ্যাক হয়েছে। পেন্টাগনের দাবি, চীনা হ্যাকাররা এই কাজটি করেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, এই গ্রুপটি সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে এবং কতটুকু ডেটা হ্যাকারদের হাতে গেছে, তা এখনো তদন্তাধীন।

পেন্টাগনে অস্থিরতা ও পদত্যাগের ঢেউ

পেন্টাগন প্রধান "পিট হেগস"-এর অধীনে অস্থিরতা বাড়ার সাথে সাথে, মাত্র তিন মাস আগে নিযুক্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর আরেকজন ঊর্ধ্বতন উপদেষ্টা "জাস্টিন ফুলচার" শনিবার পদত্যাগ করেছেন। 

এ প্রসঙ্গে ওয়াশিংটন পোস্ট জানায়, “সিগন্যালগেট” নামে পরিচিত গোপন তথ্য ফাঁসের কেলেঙ্কারির পর হেগস্ট নিজ দপ্তরের কয়েকজন উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেন। বিশেষজ্ঞদের মতে, এসব পদত্যাগ ও বরখাস্ত কেবল প্রশাসনিক রদবদল নয়, বরং মার্কিন সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে হোয়াইট হাউসের সাম্প্রতিক নীতির প্রতি গভীর অসন্তোষ এর প্রতিফলন।

এর আগে ড্যান ক্যালডওয়েল, কলিন ক্যারল এবং ড্যারিন সেলনিকসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এপ্রিল মাসে বরখাস্ত হন।

পেন্টাগনের 'শাহেদ-১৩৬' অনুকরণ

সম্প্রতি পেন্টাগন নতুন ড্রোন “LUCAS” উন্মোচন করেছে, যার নকশা ইরানের 'শাহেদ-১৩৬' ড্রোনের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। এই ড্রোনটি নির্মাণ করেছে সেই কোম্পানি, যারা আমেরিকার এ-৩৫ যুদ্ধবিমান তৈরি করেছে।

বিশ্লেষকরা বলছেন, এটি ইরানি আত্মঘাতী ড্রোন প্রযুক্তির সরাসরি নকল। 'শাহেদ-১৩৬'-এর মতো দেখতে এই ড্রোন তৈরি করা হয় তখন, যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ড্রোন তৈরির বিপুল খরচ নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, ইরানি ড্রোন মাত্র ৩৫-৪০ হাজার ডলারে তৈরি হয়, অথচ আমেরিকার ড্রোনগুলোর জন্য মিলিয়ন ডলারের ব্যয় হয়। অথচ পারফরম্যান্সে পার্থক্য সামান্য।#

পার্সটুডে/এমএআর/২০