পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী: ইরান মুসলিম জাতির মুকুট
https://parstoday.ir/bn/news/world-i150884
পার্সটুডে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেছেন, ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের বিজয়ে মুসলিম বিশ্ব গর্বিত হয়েছে।
(last modified 2025-08-03T11:58:04+00:00 )
আগস্ট ০৩, ২০২৫ ১৫:২৯ Asia/Dhaka
  • পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান
    পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান

পার্সটুডে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেছেন, ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের বিজয়ে মুসলিম বিশ্ব গর্বিত হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদ সফরের ইতিবাচক ফলাফল এবং যৌথ বাণিজ্যের জন্য নতুন পথ খোলার প্রয়োজনীয়তার প্রতি আস্থা প্রকাশ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জোর দিয়ে বলেছেন, আজ মুসলিম বিশ্ব ইসরায়েলি শাসনের বিরুদ্ধে যুদ্ধে ইরানি জাতির বিজয়ে গর্বিত। ইরনার বরাত  দিয়ে  পার্সটুডে জানিয়েছে, মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদে সরকারি সফরের দ্বিতীয় দিনের ফাঁকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাকের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দেশ ও দেশের বাহির ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রবৃদ্ধি ও উন্নয়নের প্রতি আস্থা প্রকাশ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে বিজয়ের জন্য ইরানি জাতি ও সরকারকে অভিনন্দন জানিয়েছেন। জাম কামাল খান বলেন, ইরান মুসলিম জাতির মুকুট এবং ইসরায়েলি শাসনের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে তেহরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য গর্ব বয়ে নিয়ে এসেছে এবং প্রকৃতপক্ষে আজ সকল মুসলিম গর্বিত।

তিনি ঘোষণা করেন যে পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন নিয়মিত বাণিজ্য বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রের ওপর দৃষ্টি নিবদ্ধ করে প্রতিনিধিদলের আদান-প্রদানের মতো কাঠামোগত চ্যানেলের মাধ্যমে ইরানের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে প্রস্তুত। এই বৈঠকে ইরান ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীরা বাণিজ্য ও সীমান্ত সহযোগিতা বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উভয় পক্ষ ভবিষ্যতের সহযোগিতার জন্য কৃষি, পশুপালন, পরিষেবা, জ্বালানি এবং আন্তঃসীমান্ত সরবরাহের মতো নির্দিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করার গুরুত্বের বিষয়েও একমত হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।