এশিয়ান কাপে ইরানের জাতীয় বাস্কেটবল দলের কাছে পরাজিত গুয়াম
https://parstoday.ir/bn/news/world-i151016-এশিয়ান_কাপে_ইরানের_জাতীয়_বাস্কেটবল_দলের_কাছে_পরাজিত_গুয়াম
পার্সটুডে-ইরানের জাতীয় বাস্কেটবল দল গুয়ামকে পরাজিত করেছে।
(last modified 2025-08-07T14:10:23+00:00 )
আগস্ট ০৭, ২০২৫ ১৯:১৭ Asia/Dhaka
  • ইরানের জাতীয় বাস্কেটবল দলের ছবি
    ইরানের জাতীয় বাস্কেটবল দলের ছবি

পার্সটুডে-ইরানের জাতীয় বাস্কেটবল দল গুয়ামকে পরাজিত করেছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সৌদি আরবে এশিয়ান কাপ ২০২৫ এর প্রথম গ্রুপ ম্যাচে ইরানের জাতীয় বাস্কেটবল দল গুয়ামের বিরুদ্ধে ৭৭-৫২ ব্যবধানে জয়ী হয়েছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত গ্রুপের প্রথম ম্যাচে ইরানের জাতীয় বাস্কেটবল দল ঐ জয় পায়। ইরানের আরসালান কাজেমি ১০ পয়েন্ট, ১২ রিবাউন্ড, ৪ অ্যাসিস্ট, ৩ স্টিল এবং ২৬  দক্ষতার কারণে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই প্রতিযোগিতায় ইরানের জাতীয় বাস্কেটবল দল জাপান, সিরিয়া এবং গুয়ামের সাথে গ্রুপ বি তে রয়েছে।

ফিলিস্তিনের প্রাক্তন ফুটবল তারকা শহীদ

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,  ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আক্রমণে ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং প্রাক্তন খেলোয়াড় সুলেইমান আল-ওবাইদ  শহীদ হয়েছেন। সংবাদমাধ্যমের খবরে তাঁর শহীদ হওয়ার কথা বলা হয়েছে।

গতকাল (বুধবার) দক্ষিণ গাজা উপত্যকায় খাবারের জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ৪১ বছর বয়সী ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের প্রাক্তন এই তারকা নিহত হন।

ইরানের মহিলা ফুটবল দল মালয়েশিয়ার বিরুদ্ধে একটি গোল করেছে

এদিকে, ইরানের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল এশিয়ান কাপ ২০২৫ এর বাছাই পর্বে তাদের প্রথম ম্যাচে ৩-০ গোলে মালেয়েশিয়াকে পরাজিত করেছে। গতকাল (বুধবারের) ঐ ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে ৩-০ গোলে মালয়েশিয়াকে পরাজিত করতে সক্ষম হয়।

এই ফলাফলের মাধ্যমে, ইরানের মহিলা ফুটবল দল প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে যাওয়ার পথে প্রথম ধাপ অতিক্রম করে।আগামী ৮ আগস্ট শুক্রুবার ইরানের জাতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচে গুয়ামের মুখোমুখি হবে বলে কথা রয়েছে।#

পার্সটুডে/জিএআর/৭