ইরানি সুপার কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ উদযাপন থেকে আরবাইন সফর পর্যন্ত
https://parstoday.ir/bn/news/world-i151130
পার্সটুডে - ছবিতে বিশ্ব গণমাধ্যমের ১০টি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে।
(last modified 2025-08-12T13:39:40+00:00 )
আগস্ট ১২, ২০২৫ ১৯:১১ Asia/Dhaka
  • ইরানি সুপার কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ উদযাপন থেকে আরবাইন সফর পর্যন্ত

পার্সটুডে - ছবিতে বিশ্ব গণমাধ্যমের ১০টি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে।

পার্সটুডের এই প্রবন্ধে আমরা বিশ্ব গণমাধ্যমের দৃষ্টিকোণ থেকে ১০টি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে নজর দেব।

গেটি ইমেজেস: ভারতের কর্ণাটকের মহীশূরে হাতির পিঠে চড়ে যাচ্ছেন এক মাহুত
তাসনিম: ইরানি সুপার কাপে ট্র্যাক্টর ফুটবল দলের জয়ের উদযাপন
রয়টার্স: জার্মানির ফ্রাঙ্কফুর্টের আকাশে পূর্ণিমার চাঁদের  আলোর মধ্য দিয়ে একটি যাত্রীবাহী বিমান যাচ্ছে
অ্যাসোসিয়েটেড প্রেস: গাজার একটি হাসপাতালের অপারেটিং রুমে ডাক্তারদের জন্য কঠিন পরিস্থিতি
রয়টার্স: উত্তর স্পেনে আগুন
অ্যাসোসিয়েটেড প্রেস: কলম্বিয়ার সিনেটর মিগুয়েল উরিবে তোরবার জন্য শোক অনুষ্ঠান যিনি একটি সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পর মারা গেছেন।
এএফপি: ইরাকে আরবাইন মিছিল
আল জাজিরা: গাজার ফিলিস্তিনি শিশু খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে
এজেন্স ফ্রান্স-প্রেস: আইভরি কোস্টের আবিদজানে সরকার বিরোধী বিক্ষোভ
গেটি ইমেজেস: ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ


পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।