ইতালির ঘোড়দৌড় থেকে ইরানের উল্কারাজি: বিশ্বজুড়ে চোখধাঁধানো ১০ মুহূর্ত
https://parstoday.ir/bn/news/world-i151226-ইতালির_ঘোড়দৌড়_থেকে_ইরানের_উল্কারাজি_বিশ্বজুড়ে_চোখধাঁধানো_১০_মুহূর্ত
পার্সটুডে : বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সবসময়ই আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি কাড়ে। এই প্রতিবেদনে তুলে ধরা হলো আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত ১০টি উল্লেখযোগ্য ঘটনার ছবি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৭, ২০২৫ ১৮:১৩ Asia/Dhaka
  • শিনহুয়া: ইতালির ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা Palio di Siena
    শিনহুয়া: ইতালির ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা Palio di Siena

পার্সটুডে : বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সবসময়ই আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি কাড়ে। এই প্রতিবেদনে তুলে ধরা হলো আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত ১০টি উল্লেখযোগ্য ঘটনার ছবি।

অ্যাসোসিয়েটেড প্রেস : পাকিস্তানের সালারজাই এলাকায় বন্যায় মৃতদের জানাজা অনুষ্ঠান
ফ্রান্স প্রেস: সুদানের শরণার্থী শিবিরে কলেরার প্রাদুর্ভাব।
ইরনা: কাস্পিয়ান সাগর, ইরানের উত্তরাঞ্চলের রত্ন। ১২ আগস্টকে কাস্পিয়ান সাগরের আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়।
ইরনা: ইরানের চারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের আকাশে 'পারসেইড উল্কাবৃষ্টি'। প্রতি বছর আগস্ট মাসের শেষে এমন ঘটনা ঘটে এবং এসময় ঘণ্টায় ১০০ থেকে ১২০টি উল্কাপাত দেখা যায়।
শিনহুয়া: চীনের ফুজিয়ান প্রদেশের ফুঝোতে মাছ ধরা মৌসুম শুরু
শিনহুয়া: কর্মচারীদের ধর্মঘটের কারণে এয়ার কানাডার ফ্লাইট বাতিল।
শিনহুয়া: লাটভিয়ার শিক্ষার্থীরা চীনের হেনান প্রদেশের চেন জিয়া গুয়ো গ্রামে তাই চি কৌশল অনুশীলন করছে।
ইসনা: ইরানের জাতীয় মহিলা পোলো লিগের ষষ্ঠ সপ্তাহ – "জায়ে লালেহ" প্রতিযোগিতা।
ইসনা: ইরানের ইসফাহানে আরবাঈন দিবসের অনুষ্ঠান

পার্সটুডে/এমএআর/১৭