বর্তমান ইরান আন্তর্জাতিক অঙ্গনে একজন দায়িত্বশীল অভিনেতা: জার্মান রাজনীতিবিদ
https://parstoday.ir/bn/news/world-i151436-বর্তমান_ইরান_আন্তর্জাতিক_অঙ্গনে_একজন_দায়িত্বশীল_অভিনেতা_জার্মান_রাজনীতিবিদ
পার্সটুডে-একজন জার্মান রাজনীতিবিদ ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে একজন দায়িত্বশীল অভিনেতা বলে মন্তব্য করেছেন।
(last modified 2025-08-27T12:57:35+00:00 )
আগস্ট ২৬, ২০২৫ ১৮:৪২ Asia/Dhaka
  • জার্মান রাজনীতিবিদ ক্রিস্টোফার হর্স্টেল
    জার্মান রাজনীতিবিদ ক্রিস্টোফার হর্স্টেল

পার্সটুডে-একজন জার্মান রাজনীতিবিদ ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে একজন দায়িত্বশীল অভিনেতা বলে মন্তব্য করেছেন।

‌ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, জার্মান রাজনীতিবিদ ক্রিস্টোফ হর্স্টেল ফিলিস্তিনকে সমর্থন এবং বৃহৎ শক্তির আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন: ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বব্যাপী সমীকরণে একটি অতুলনীয় অবস্থান নিশ্চিত করেছে এবং অনেক জাতির সম্মান ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।"

হর্স্টেল আরও বলেছেন: ইরান তার সম্পদ এবং সম্পর্ক উন্নত করার পাশাপাশি সঙ্গতিপূর্ণ কূটনীতি ও বিজ্ঞ শাসনের প্রতি অঙ্গীকারের সাথে বিশ্বব্যাপী পদক্ষেপ নিয়েছে।"

ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে ইরান ইসরাইল ও আমেরিকার হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে উল্লেখ করে জার্মান এই রাজনীতিবিদ জোর দিয়ে বলেন:  বর্তমান ইরানকে আগের চেয়ে আরও বেশি সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে। এর কারণ হিসেবে তিনি বলেন: ইহুদিবাদী ইসরাইল মানব ইতিহাসের জঘণ্যতম গণহত্যা এবং সবচেয়ে নৃশংস দমন-পীড়নকারী একটি দখলদার শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অপরাধ এবং স্পষ্ট আগ্রাসনের অংশীদার কেননা তারা ইসরাইলি অপরাধকে সম্পূর্ণরূপে সমর্থন করতে দ্বিধা করে না।

এই অপশক্তির কর্মকাণ্ডের রেকর্ডে চিকিৎসাকর্মী, সাহায্যকর্মী, দাতব্যকর্মী এবং সাংবাদিকদের হত্যা করার মতো ভয়াবহ রেকর্ড রয়েছে। পশ্চিমা মিত্রদের পূর্ণ সমর্থন এবং উন্নত গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে তারা এমনকি তাদের টার্গেটে থাকা ব্যক্তির পরিবারের সদস্যদের হত্যার সময় এবং স্থান নির্ধারণ করে। এভাবে তারা হাজার হাজার বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করেছিল।

তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইসমাইল হানিয়া'র হত্যার কথা উল্লেখ করে হার্স্টেল বলেন: তার হত্যা প্রমাণ করেছে ইসলামী প্রজাতন্ত্রের নীতির সাফল্য শত্রুদেরকে কতটা হতাশার দিকে ঠেলে দিয়েছে।

ইউরোপীয় এই রাজনীতিবিদ উল্লেখ করেন: ফিলিস্তিনের অধিকার এবং তাদের স্বাধীন রাষ্ট্রের প্রতি ইরানের অসাধারণ সমর্থন প্রতিদিনই বিশ্বে আরও বেশি প্রশংসিত হচ্ছে; আমার মতে, ইরান এবং হিজবুল্লাহ ছাড়া, ফিলিস্তিন বহু বছর আগেই অদৃশ্য হয়ে যেত।

তিনি বিশ্বাস করেন ইরান বিশ্বজুড়ে নতুন নতুন বন্ধু খুঁজে পেয়েছে এবং ফিলিস্তিন সমর্থনকারীদের জন্য আশা তৈরি করছে। যদিও ইরানের এই মহৎ নীতির মূল্য অত্যন্ত ভারী।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।