ইসরায়েলের মোকাবেলায় মুসলিম উম্মাহকে অভিন্ন অবস্থান গ্রহণ করতে হবে: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i151872-ইসরায়েলের_মোকাবেলায়_মুসলিম_উম্মাহকে_অভিন্ন_অবস্থান_গ্রহণ_করতে_হবে_ইরানের_প্রেসিডেন্ট
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আস-সিসি-র সঙ্গে আলাপকালে কাতারের ওপর দখলদার ইসরাইলের নৃশংস হামলার নিন্দা জানিয়ে বলেছেন, মুসলিম বিশ্বের বিরুদ্ধে এই অমানবিক আগ্রাসন রুখে দিতে সমগ্র উম্মাহর পক্ষ থেকে একক ও দৃঢ় অবস্থান গ্রহণ জরুরি।
(last modified 2025-09-11T13:54:48+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১৬:১৪ Asia/Dhaka
  • সিসি (বামে) ও পেজেশকিয়ান (ডানে)
    সিসি (বামে) ও পেজেশকিয়ান (ডানে)

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আস-সিসি-র সঙ্গে আলাপকালে কাতারের ওপর দখলদার ইসরাইলের নৃশংস হামলার নিন্দা জানিয়ে বলেছেন, মুসলিম বিশ্বের বিরুদ্ধে এই অমানবিক আগ্রাসন রুখে দিতে সমগ্র উম্মাহর পক্ষ থেকে একক ও দৃঢ় অবস্থান গ্রহণ জরুরি।

পার্সটুডে জানিয়েছে, ফোনালাপে পেজেশকিয়ান ইরানের পারমাণবিক আলোচনায় মিসরের সক্রিয় ভূমিকা ও চুক্তি অর্জনে কায়রোর প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলি দখলদারেরা কোনো আইন-কানুন বা আন্তর্জাতিক নীতির তোয়াক্কা করে না; যখন ইচ্ছা তখনই প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালায়। তাই মুসলিম বিশ্বের অভিন্ন ও দৃঢ় প্রতিক্রিয়া এখন সময়ের দাবি।

ইরানি প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, কোরআনের দিকনির্দেশনা ও মহানবী (সা.)-এর শিক্ষার আলোকে মুসলিম উম্মাহ একক জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করবে। এসময় তিনি মিসরের প্রেসিডেন্টকে তেহরান সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার বিষয়ে শিগগিরই সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন।

অন্যদিকে মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মধ্যে সম্পাদিত নতুন চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে ইরানের আন্তরিকতা ও সদিচ্ছার স্পষ্ট প্রমাণ। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুটির সমাধানে সামরিক পথ কোনো সমাধান নয়; আঞ্চলিক দেশগুলো ইরানের প্রজ্ঞাপূর্ণ অবস্থানে আস্থা রাখে।

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আস-সিসি বলেন, মুসলিম ভূখণ্ডে যেকোনো আগ্রাসন ও মুসলিম উম্মাহর রেডলাইন লঙ্ঘনের বিরুদ্ধেই মিসরের অবস্থান স্পষ্ট। সাম্প্রতিক ইসরায়েলি কর্মকাণ্ড আবারও প্রমাণ করেছে, ইহুদিবাদী ইসরাইলের সম্প্রসারণবাদী লক্ষ্য-উদ্দেশ্য মোকাবেলায় মুসলিম দেশগুলোকে অভিন্ন ও দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।