গুজরাটের মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ! হঠাৎ কী ঘটল বিজেপিশাসিত রাজ্যে?
https://parstoday.ir/bn/news/event-i153094-গুজরাটের_মুখ্যমন্ত্রী_ছাড়া_সব_মন্ত্রীর_পদত্যাগ!_হঠাৎ_কী_ঘটল_বিজেপিশাসিত_রাজ্যে
ভারতের বিজেপিশাসিত রাজ্য গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বাকি সব মন্ত্রী পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রীরা। এরইমধ্যে সব কয়টি পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশটির রাজনীতিতে। নেপথ্যের কারণ নিয়েও প্রশ্ন উঠছে।
(last modified 2025-10-16T14:44:35+00:00 )
অক্টোবর ১৬, ২০২৫ ১৮:৪০ Asia/Dhaka
  • গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
    গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

ভারতের বিজেপিশাসিত রাজ্য গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বাকি সব মন্ত্রী পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রীরা। এরইমধ্যে সব কয়টি পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশটির রাজনীতিতে। নেপথ্যের কারণ নিয়েও প্রশ্ন উঠছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলা হয়েছে, মন্ত্রিসভায় রদবদলের কারণেই গণপদত্যাগ মন্ত্রীদের। এছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণেরও সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শিবিরের শীর্ষ নেতারা।

বর্তমানে গুজরাট রাজ্যে মন্ত্রীর সংখ্যা ১৬। এই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হবে। দশ জন নতুন মন্ত্রী আসবে মোদি-শাহর রাজ্যে। এই মুহূর্তে গুজরাটে একজনই মন্ত্রী অবশিষ্ট রয়েছেন, তিনি হলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। জানা গিয়েছে, আজ রাতেই রাজ্যপাল আচার্য দেবব্রতর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনিও।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরো লেখা হয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে শপথগ্রহণ অনুষ্ঠান হবার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার।

বিজেপি সূত্রের খবর, নতুন মন্ত্রিসভা তরুণ এবং প্রবীণ নেতাদের মিশ্রণে তৈরি হবে। পাশাপাশি সকল সম্প্রদায় এবং বর্ণের ভারসাম্য বজায় রাখা হবে।

তবে পর্যবেক্ষকমহলের প্রশ্ন মুখ্যমন্ত্রী কি বদল হতে পারে? ভূপেন্দ্র প্যাটেলের বদলে অন্য কোনও মুখ আসবে? সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/জিএআর/১৬