সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বহুপাক্ষিক শক্তির ঐক্য অপরিহার্য- পেজেশকিয়ান : আন্তর্জাতিক পর্যটন মেলায় ইসরায়েল বাদ
-
মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিছু দেশের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।
চীনের সেন্ট্রাল টেলিভিশন নেটওয়ার্ক (সিসিটিভি)-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "একতরফাবাদের পৃষ্ঠপোষক ও সমর্থকরা বলপ্রয়োগ, নিষেধাজ্ঞা এবং বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে দেশগুলোকে এমন একটি কাঠামোর মধ্যে রাখার চেষ্টা করছে যা তারা নিজেরাই ডিজাইন করেছে। বহুপাক্ষিকতাবাদীরা যদি এই কাঠামো থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে তাদের পরস্পরের সঙ্গে সহযোগিতা করতে হবে, বাণিজ্য করতে হবে এবং অন্যরা যে নিষেধাজ্ঞা আরোপ করে তা উপেক্ষা করতে হবে।"
তিনি সতর্ক করে দেন: “যদি বহুপাক্ষিকতার সমর্থকরা ঐক্যবদ্ধ না হয়, তবে একতরফাবাদীরা তাদের নিয়ন্ত্রণ করে ফেলবে।”
বিদেশি পণ্য বর্জনের আহ্বান মোদির
দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল দেশের নাগরিকদের বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে দেশের নাগরিকদের প্রতি ‘স্বদেশি’ বা দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন মোদি।
মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল মতো জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দিয়েছেন।

আন্তর্জাতিক পর্যটন মেলা থেকে ইসরায়েলকে বাদ দিয়েছে ইতালি
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান রক্তক্ষয়ী আগ্রাসনের প্রতিবাদে, ইতালি রিমিনি শহরে অক্টোবরে অনুষ্ঠেয় "টিটিজি ট্রাভেল এক্সপেরিয়েন্স ২০২৫" আন্তর্জাতিক পর্যটন মেলা থেকে ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছে।
ইসরায়েল মুসলিম উম্মাহর জন্য বড় হুমকি: আনসারুল্লাহ
২১ সেপ্টেম্বর বিপ্লবের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আবদুল-মালিক আল-হুথি বলেছেন, ইসরাইল মুসলিম উম্মাহর জন্য একটি বিশাল হুমকি এবং এটি পশ্চিম এশিয়া অঞ্চলে পরিবর্তন আনার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইসরায়েলের ষড়যন্ত্র শুধু গাজা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিপুল সম্পদের ওপরও লোলুপ দৃষ্টি রাখে। কাতারে হামলা মুসলিম উম্মাহ, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর জন্য একটি শিক্ষা।

আমরা পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে রক্ষা করব: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, রাশিয়া যদি অঞ্চলে উত্তেজনা বাড়ানো অব্যাহত রাখে, তবে তিনি পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোকে রক্ষা করবেন।
বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানিতে ব্রিকস সহযোগিতা বাড়াতে হবে: চীন
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লি লেচেং “ব্রিকস ২০২৫ নতুন শিল্প বিপ্লবের অংশীদারিত্ব ফোরাম”-এ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানো জরুরি।
তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে ব্রিকস দেশগুলোকে নিজেদের বাজার, সম্পদ ও শিল্প সক্ষমতা ভাগাভাগি করতে হবে, যাতে তারা বিশ্ব মঞ্চে অগ্রগামী থাকতে পারে।#
পার্সটুডে/এমএআর/২২