ক্যারিবীয় অঞ্চলে শান্তির জন্য হুমকির বিষয়ে ইরানের সতর্কবার্তা;
রাশিয়ার সাথে ভেনেজুয়েলার কৌশলগত চুক্তি স্বাক্ষর
-
রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
পার্স টুডে - জেনেভায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের ইরানের রাষ্ট্রদূত বলেছেন: ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং ক্যারিবীয় অঞ্চলের জন্য গুরুতর হুমকি।
জেনেভায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীতে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ ও উস্কানিমূলক পদক্ষেপকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং ক্যারিবিয়ান অঞ্চলের জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন।
ইরানের প্রতিনিধি জেনেভায় বলেছেন: "এখন ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধ নৌবহর এবং পারমাণবিক সাবমেরিন মোতায়েনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টতই ভেনেজুয়েলার রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ; এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর স্পষ্ট লঙ্ঘন।"
ভেনেজুয়েলা এবং রাশিয়ার মধ্যে "কৌশলগত অংশীদারিত্ব চুক্তি" এর নির্বাহী আদেশে স্বাক্ষর
ভেনেজুয়েলা ও রাশিয়ার মধ্যে "কৌশলগত অংশীদারিত্ব চুক্তি"র নির্বাহী আদেশে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো স্বাক্ষর করেছেন। ইতোমধ্যে দেশটির সংসদ এই চুক্তিকে অনুমোদন দিয়েছে। ভেনেজুয়েলায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই মেলিক বাগদাসারভ TASS সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে ঘোষণা করেছেন যে মাদুরো চুক্তিটি কার্যকর করার জন্য একটি ডিক্রি স্বাক্ষর করেছেন, যে চুক্তিটি গত ৭ মে মস্কো ও কারাকাসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
রাশিয়ান কূটনীতিক উল্লেখ করেছেন যে ভেনেজুয়েলা একটি ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা এবং বহুমেরু-কেন্দ্রীক বিশ্ব-ব্যবস্থা গড়ার নেতৃত্ব দিতে দৃঢ়প্রতিজ্ঞ। কারাকাসে রাশিয়ান রাষ্ট্রদূত আরও জোর দিয়ে বলেছেন যে এই ডিক্রি স্বাক্ষরের মাধ্যমে ভেনেজুয়েলার পক্ষ এই ১০ বছরের কৌশলগত চুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত অভ্যন্তরীণ পদক্ষেপ এবং প্রক্রিয়া সম্পন্ন করেছে।
ভেনেজুয়েলার জনগণ: ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করুন
কারাকাসে জাতিসংঘের কার্যালয়ের সামনে একটি বিশাল বিক্ষোভ ও মিছিল-সমাবেশে অংশগ্রহণকারী ভেনেজুয়েলিয় নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের মিথ্যাচার, ষড়যন্ত্র এবং হস্তক্ষেপের হুমকি বন্ধ করার দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছিলেন: "আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই"। এই সমাবেশটি ভেনেজুয়েলার বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদেশী চাপ এবং মার্কিন সামরিক হুমকির প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত হয়।
কলম্বিয়া: ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি সমস্ত ল্যাটিন আমেরিকার দেশের জন্য হুমকি
কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে এই অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি বলে অভিহিত করেছেন। তিনি ওয়াশিংটনের একতরফা পদক্ষেপকে উত্তেজনা বৃদ্ধির কারণ বলে উল্লেখ করেছেন। #
পার্স টুডে/এমএএইচ/০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।