মার্কিন যুগের সমাপ্তি, দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ওয়াশিংটনের ক্ষমতার পতন
https://parstoday.ir/bn/news/world-i152988-মার্কিন_যুগের_সমাপ্তি_দীর্ঘস্থায়ী_যুদ্ধ_এবং_ওয়াশিংটনের_ক্ষমতার_পতন
পার্সটুডে-পশ্চিম এশিয়া ও লাতিন আমেরিকায় মার্কিন সামরিক ও রাজনৈতিক পদক্ষেপের সম্ভাব্য পরিণতি পর্যালোচনা করে অস্ট্রেলিয়ান এক বিশ্লেষক সতর্ক করে দিয়েছেন।  
(last modified 2025-10-14T10:17:36+00:00 )
অক্টোবর ১৪, ২০২৫ ১৫:৪৫ Asia/Dhaka
  •  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে-পশ্চিম এশিয়া ও লাতিন আমেরিকায় মার্কিন সামরিক ও রাজনৈতিক পদক্ষেপের সম্ভাব্য পরিণতি পর্যালোচনা করে অস্ট্রেলিয়ান এক বিশ্লেষক সতর্ক করে দিয়েছেন।  

তিনি বলেছেন: পশ্চিম এশিয়ায় "দীর্ঘমেয়াদী যুদ্ধ" এর পুনরাবৃত্তি ওয়াশিংটনের বৈশ্বিক শক্তি হ্রাস করতে পারে এবং পূর্ব এশিয়ায় তার জোটকে দুর্বল করতে পারে।

অস্ট্রেলিয়ান গবেষক ও লেখক জেফ্রি রবার্টসন বিশ্লেষণমূলক ওয়েবসাইট পার্লস এন্ড ইরিটিশনে লিখেছেন: পশ্চিম এশিয়ায় নতুন কোনো যুদ্ধের ফলে মার্কিন জোটের খরচ অসহনীয় হয়ে উঠতে পারে এবং পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

দক্ষিণ কোরিয়া ইরানের ওপর নিষেধাজ্ঞা নবায়নের ব্যাপারে নিরাপত্তা পরিষদে ভোট না দেয়ার বিষয়টি উল্লেখ করে রবার্টসন বলেন, ওয়াশিংটনের সঙ্গে মিত্র জোটের ঝুঁকি সম্পর্কে সিউল অবগত রয়েছে। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় আরেকটি যুদ্ধের ফলে পূর্ব এশিয়ায় যে জ্বালানি সংকট দেখা দিতে পারে, তাই নয় বরং যুক্তরাষ্ট্রের মিত্রদের কৌশলগত স্বাধীনতাও হুমকির মুখে পড়তে পারে।

রবার্টসন তার বিশ্লেষণে পশ্চিম এশিয়া এবং লাতিন আমেরিকায় মার্কিন কর্মকাণ্ডের জন্য তিনটি সম্ভাব্য দৃশ্যকল্প তুলে ধরেছেনঃ সাফল্য, ব্যর্থতা কিংবা এ দু'য়ের মাঝামাঝি অবস্থা। তার মতে, এই তিন পরিস্থিতিই "মার্কিন শতাব্দীর সমাপ্তির" লক্ষণ।

অস্ট্রেলিয়ার এই বিশ্লেষক জোর দিয়ে বলেন, ভিয়েতনাম, ইরাক এবং আফগানিস্তানের অভিজ্ঞতা প্রমাণ করেছে, ওয়াশিংটনের বৃহৎ পরিকল্পনাগুলো খুব কমই স্থিতিশীলতার দিকে পরিচালিত হয় এবং শেষ পর্যন্ত আমেরিকাকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিকভাবে মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দেয়

রবার্টসন লিখেছেন: পশ্চিম এশিয়ায় প্রতিটি নতুন যুদ্ধ ওয়াশিংটনকে আগের তুলনায়  অনেক বেশি ক্লান্তি ও অবসাদের জলাশয়ে ডুবিয়ে দেয়। সেইসাথে দক্ষিণ কোরিয়াসহ তার মিত্রদেরকে যুক্তরাষ্ট্রের অনুগত থাকা অথবা তাদের জাতীয় স্বার্থ রক্ষা করা-এই দু'য়ের মধ্যে যে-কোনো একটি বেছে নিতে বাধ্য করে। এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি অব্যাহত রাখার ফলে "বিশ্ব সাম্রাজ্যের ক্রমশ পতন" ঘটতে পারে।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।