রাশিয়ার তেল কেনা বন্ধ করতে টোকিওর ওপর মার্কিন চাপ
https://parstoday.ir/bn/news/world-i153160-রাশিয়ার_তেল_কেনা_বন্ধ_করতে_টোকিওর_ওপর_মার্কিন_চাপ
পার্সটুডে- মার্কিন ট্রেজারি সেক্রেটারি বলেছেন যে তিনি জাপান সরকারকে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করতে বলেছেন।
(last modified 2025-10-19T07:05:28+00:00 )
অক্টোবর ১৮, ২০২৫ ১৬:৪৮ Asia/Dhaka
  •  রাশিয়ার তেল কেনা বন্ধ করতে টোকিওর ওপর মার্কিন চাপ

পার্সটুডে- মার্কিন ট্রেজারি সেক্রেটারি বলেছেন যে তিনি জাপান সরকারকে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করতে বলেছেন।

বুধবার ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক বৈঠক এবং গ্রুপ অফ ৭ এবং গ্রুপ অফ ২০ এর আর্থিক নেতাদের বৈঠকের ফাঁকে জাপানের অর্থমন্ত্রী কাটসুনোবু কাতোর সাথে বৈঠকের পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ত বলেছেন যে বৈঠকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো এবং জাপানের রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার মার্কিন প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়েছে। পার্সটুডে অনুসারে, জাপানের অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে জি৭ দেশগুলোর সাথে সমন্বয়ের নীতির ভিত্তিতে টোকিও ইউক্রেনে শান্তি অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তবে, জাপান রাশিয়ার সাখালিন অপরিশোধিত তেল কেনা চালিয়ে যাবে, যা জাপানের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের গ্যাস আমদানির প্রায় ৯ শতাংশ। এটি লক্ষণীয় যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার জন্য ভারতকেও চাপ দিয়েছে।

জাপান দূরপাল্লার সাবমেরিন এবং জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদনে বিনিয়োগ করছে

সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সাথে দূরপাল্লার সাবমেরিন এবং জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদনের জন্য দুটি চুক্তি স্বাক্ষর করেছে। দুটি চুক্তির মোট মূল্য প্রায় ১৮৩ মিলিয়ন ডলার।

জাপান গাজায় ইহুদিবাদী বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি মঙ্গলবার বলেছেন যে টোকিও ইহুদিবাদী বন্দীদের মুক্তি, যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং গাজায় মানবিক সহায়তা পুনরায় শুরু করার "আন্তরিকভাবে স্বাগত" জানায়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী জড়িত দেশগুলোর অক্লান্ত কূটনৈতিক প্রচেষ্টারও প্রশংসা করেছেন। টোকিও গাজার মানবিক পরিস্থিতি, পুনর্গঠন এবং দ্রুত পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে।

জাপানে একটি অভূতপূর্ব ঘটনা;

জাপানে বিদেশী পিতামাতার জন্ম নেওয়া শিশুর সংখ্যা ২০২৪ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যা দ্রুত জনসংখ্যাগত পরিবর্তনের প্রতিফলন যা অভিবাসনকে দেশের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ঠেলে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাপানের বাইরের দম্পতিদের ঘরে ২০,০০০-এরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে, যা মোট জন্মের ৩ শতাংশেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, জাপানি বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা তীব্রভাবে হ্রাস পাওয়ার সাথে এর তীব্র বৈপরীত্য রয়েছে। জাপান বিশ্বের দ্রুততম বয়স্ক দেশগুলোর মধ্যে একটি এবং তাদের জনসংখ্যা, যা বর্তমানে প্রায় ১২৫ মিলিয়ন, বজায় রাখার জন্য প্রয়োজনীয় স্তরে জন্মহার বাড়াতে লড়াই করছে।#

 

পার্সটুডে/এমএআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।