দক্ষিণ সুদান থেকে উগান্ডায় পালিয়ে গেছে ২৬,০০০ মানুষ: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i15328-দক্ষিণ_সুদান_থেকে_উগান্ডায়_পালিয়ে_গেছে_২৬_০০০_মানুষ_জাতিসংঘ
দক্ষিণ সুদান থেকে এক মাসেরও কম সময়ের মধ্যে অন্তত ২৬ হাজার মানুষ প্রতিবেশী উগান্ডায় পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলতি জুলাই মাসের শুরুর দিকে দক্ষিণ সুদানের রাজধানী জুবায় সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এসব মানুষ পালিয়ে যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০১৬ ১৯:২৪ Asia/Dhaka
  • দক্ষিণ সুদান থেকে উগান্ডায় পালিয়ে গেছে ২৬,০০০ মানুষ: জাতিসংঘ

দক্ষিণ সুদান থেকে এক মাসেরও কম সময়ের মধ্যে অন্তত ২৬ হাজার মানুষ প্রতিবেশী উগান্ডায় পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলতি জুলাই মাসের শুরুর দিকে দক্ষিণ সুদানের রাজধানী জুবায় সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এসব মানুষ পালিয়ে যায়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র আন্দ্রিয়াস নিধাম আজ (শুক্রবার) জানিয়েছেন, গত কয়েকদিনে ২৬,৪৬৮ ব্যক্তি উগান্ডা সীমান্ত অতিক্রম করেছে।

গত ৮ জুলাই প্রেসিডেন্ট সালভা কিয়িরের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের সঙ্গে বৈঠকের সময় সংঘর্ষ শুরু হয়। রাজধানী জুবার স্টেট হাউজে যখন দুই নেতা আলোচনা করছিলেন তখন বৈঠকস্থলের আশপাশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘের কর্মকর্তা জানান, ১১ জুলাই একটি ভঙ্গুর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলেও উগান্ডায় শরণার্থীদের দল থামেনি। এসব শরণার্থীর শতকরা ৯০ ভাগ নারী ও শিশু বলে জানান তিনি। নতুন করে আসা শরণার্থীদের বরাত দিয়ে নিধাম জানান, এখনো দক্ষিণ সুদানের দক্ষিণাঞ্চলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২