ইরানের জাতীয় মহিলা প্যাডেল দল এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে
https://parstoday.ir/bn/news/world-i153352-ইরানের_জাতীয়_মহিলা_প্যাডেল_দল_এশিয়ান_চ্যাম্পিয়নশিপের_ফাইনালে
পার্সটুডে'র খবরে বলা হয়েছে- ইন্দোনেশিয়াকে হারিয়ে ইরানের জাতীয় মহিলা প্যাডেল দল এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ২৪, ২০২৫ ১৮:১৮ Asia/Dhaka
  • ইরানের মহিলা জাতীয় প্যাডেল দল এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে
    ইরানের মহিলা জাতীয় প্যাডেল দল এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে

পার্সটুডে'র খবরে বলা হয়েছে- ইন্দোনেশিয়াকে হারিয়ে ইরানের জাতীয় মহিলা প্যাডেল দল এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

পার্সটুডে আরো লিখেছে, এশিয়ান প্যাডেল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে কাতারের দোহায়। এশিয়া মহাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণে সেখানে পুরুষ এবং মহিলা উভয় বিভাগের প্যাডেল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। ইরানের মহিলা প্যাডেল দল ইন্দোনেশিয়াকে হারিয়ে টুর্নামেন্টের অন্যতম ফাইনালিস্টের শিরোপা জিতেছে।

শীতকালীন অলিম্পিকে রাশিয়ানদের নিষিদ্ধ করা হয়েছে

আন্তর্জাতিক স্কি এবং স্নোবোর্ড ফেডারেশন (FIS) ঘোষণা করেছে, রাশিয়া এবং বেলারুশ ক্রীড়াবিদদের মিলান-কর্টিনা শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। এমনকি নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবেও তারা অংশ নিতে পারবে না।#

পার্সটুডে/জিএআার/২৪