আফগানিস্তান ইরানের সাথে হিরমান্দ পানি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ: জাবিউল্লাহ মুজাহিদ
https://parstoday.ir/bn/news/world-i154004-আফগানিস্তান_ইরানের_সাথে_হিরমান্দ_পানি_চুক্তিতে_প্রতিশ্রুতিবদ্ধ_জাবিউল্লাহ_মুজাহিদ
পার্সটুডে-আফগান তালেবান সরকারের মুখপাত্র বলেছেন: আমরা ইরানের সাথে হিরমান্দ পানি অধিকার চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৩, ২০২৫ ১৮:৫৭ Asia/Dhaka
  • আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ
    আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ

পার্সটুডে-আফগান তালেবান সরকারের মুখপাত্র বলেছেন: আমরা ইরানের সাথে হিরমান্দ পানি অধিকার চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পার্সটুডে আরও জানায়, আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আইআরআইবি'র প্রতিবেদকের সাথে এক সাক্ষাৎকারে হিরমান্দ অধিকারের প্রতি আফগান সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে বলেছেন: যদি আমাদের কাছে পানি থাকে, তাহলে এই পানি নিঃসন্দেহে ইরানে পৌঁছাবে এবং ইরানে পানির প্রবাহ হ্রাসের কারণ আবহাওয়া পরিস্থিতি ও সাম্প্রতিক খরা।

জাবিউল্লাহ মুজাহিদের কাছে প্রতিবেদকের প্রশ্ন ছিল: ইরান থেকে শরণার্থীদের প্রত্যাবর্তন বেশিরভাগই স্বেচ্ছায় ছিল কিন্তু পশ্চিমা মিডিয়া ইরান এবং আফগানিস্তানের যৌথ স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, যদিও দুই দেশের জনগণ বছরের পর বছর ধরে একসাথে রয়েছে এবং তাদের একটি সাধারণ ইতিহাস রয়েছে। তো এই মিডিয়াগুলো কী লক্ষ্য অর্জন করছে বলে আপনি মনে করেন? উত্তরে তিনি বলেন: অবশ্যই, ইরান এবং আফগানিস্তানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে এমন গণমাধ্যমের নিজস্ব লক্ষ্য রয়েছে, এই বিষয়ে উভয় পক্ষের সচেতনতা থাকাই ভালো অর্থাৎ আমরা এই প্রচারণাকে অস্তিত্বশীল হতে দেব না এবং সমাজকে প্রভাবিত করতে দেব না।

আফগান তালেবান সরকারের মুখপাত্র এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা এবং বাগরাম সামরিক ঘাঁটি দখলের জন্য তিনি যে হুমকি দিয়েছিলেন তা বিবেচনা করে, আমেরিকার সৈন্যদের কি আবার আফগানিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হবে? তিনি বলেন: না, কখনও না, আফগান জনগণের নীতির ভিত্তিতে, আমরা চাই না যে এই দেশের এক ইঞ্চি মাটিও বিদেশী বাহিনীর নিয়ন্ত্রণে থাকুক, আমরা একজন বিদেশী সৈন্যকেও আফগান মাটিতে উপস্থিত থাকতে দেব না।

এদিকে, বিশ বছর ধরে আফগানিস্তানে আমেরিকা সেনাদের মাধ্যমে সংঘটিত অপরাধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আফগান বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে, আপনি কি এই অপরাধগুলো দমনে আইনি পদক্ষেপ নিয়েছেন কিংবা কোনও আদালতে এই বিষয়গুলোর সমাধান করবেন বলে ভাবছেন? জবাবে তিনি বলেন: আমরা এবং আপনারা বুঝতে পেরেছি যে আমেরিকাকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনও আন্তর্জাতিক আদালত নেই, আমেরিকা শক্তি প্রয়োগের মাধ্যমে তার দাবি আরোপ করে, তবে আমরা আন্তর্জাতিক সভা এবং ফোরামে এই বিষয়ে প্রতিবাদ করেছি যেখানে আমাদের প্রবেশাধিকার রয়েছে এবং দাবি করেছি যে আফগান জনগণের অর্থ যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক, কারণ এটি আফগান জনগণের সম্পদ।

আফগান তালেবান সরকারের মুখপাত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অপরাধ সম্পর্কে আরও বলেছেন: আফগানিস্তান ফিলিস্তিনি জনগণ এবং গাজার নির্যাতিত জনগণের প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানায়, তারা সঠিক এবং তাদের সংগ্রাম প্রশংসনীয়।#

পার্স টুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন