ট্রাম্প জোট ভেঙে গেছে, MAGA সমর্থকদের ভিত্তির পতন
-
ট্রাম্প সমর্থকদের ভিত্তি ভেঙে গেছে
পার্সটুডে-পলিটিকো জরিপের ফলাফলে বলা হয়েছে, ট্রাম্প সমর্থক এবং রিপাবলিকান ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশের মধ্যে এমএজিএ (MAGA) আন্দোলন নিয়ে ব্যাপক বিভক্তি সৃষ্টি হয়েছে।
সর্বশেষ পলিটিকো ম্যাগাজিনের জরিপ অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের জোট ভেঙে যাওয়ার স্পষ্ট লক্ষণের মুখোমুখি হচ্ছে। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে যারা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তাদের ৩৮ শতাংশ নিজেদের রিপাবলিকান বলে মনে করেন না। ট্রাম্পের সমর্থন ভিত্তির এক তৃতীয়াংশেরও বেশির এমএজিএ'র প্রতি আনুগত্য কম এবং এরইমধ্যে এমএজিএ আন্দোলন থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে।
পার্সটুডে লিখেছে, অর্থনৈতিক বিষয়গুলিতে MAGA এবং MAGA-বহির্ভূত সমর্থকদের মধ্যে ব্যবধান আরও ব্যাপক। যদিও MAGA-বহির্ভূতদের ৮৮ শতাংশ অর্থনীতি পরিচালনায় রিপাবলিকানদের বিশ্বাস করে। এই সংখ্যাটি MAGA-বহির্ভূতদের মধ্যে ৬৩ শতাংশ। এছাড়াও, মেগা-বহির্ভূতদের ৫৯ শতাংশ জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বিগ্ন, যেখানে ম্যাগা-বহির্ভূতদের ৪৮ শতাংশ।
স্বাস্থ্যের ক্ষেত্রে, মাত্র ৫৫ শতাংশ নন-মেগা রিপাবলিকানদের স্বাস্থ্যসেবা খরচ কমানোর ওপর আস্থা রাখে। ২০২৪ সালের নভেম্বরে পরিচালিত জরিপে দেখা গেছে যে, মাত্র ৪৬ শতাংশ নন-মেগা বিশ্বাস করেন যে ট্রাম্প অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগিয়েছেন।
তথ্য থেকে জানা যায় ২০২৮ সালের নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি জোটকে একত্রিত রাখার ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের সমর্থন ভিত্তি দুর্বল হয়ে পড়ায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।#
পার্সটুডে/জিএআর/৩০