আরাকচি: কূটনীতির পথ রুদ্ধ করেছে আমেরিকা; 'ভেনেজুয়েলা কখনোই আত্মসমর্পণ করবে না'
-
আরাকচি
পার্স টুডে– ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাঁচ দফা আলোচনা শেষে যখন ষষ্ঠ দফার জন্য প্রস্তুতি চলছিল, তখনই মার্কিন পক্ষ কূটনীতির পথ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ভেস্তে দিয়েছে।
সোমবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগের প্রবণতার মাধ্যমে প্রভাবিত হয়েছে। আরাকচি আরও বলেছেন, আমেরিকার ইচ্ছামতো সামরিক হস্তক্ষেপ এবং যেকোনো স্থানে সন্ত্রাসী অভিযান পরিচালনার মাধ্যমে এ বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠেছে ।
পার্সটুডের প্রতিবেদনে এসেছে- তিনি জোর দিয়ে বলেন, আজ যে পরিস্থিতি আমরা প্রত্যক্ষ করছি, তা বিশ্বব্যাপী গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
পোপ: ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই শান্তির একমাত্র পথ
বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের নেতা পোপ লিও বৈরুত সফরকালে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। ভ্যাটিকান ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং তখন থেকেই দুই-রাষ্ট্র সমাধানের সমর্থক তারা।
মাদুরো: ভেনেজুয়েলা কখনোই আত্মসমর্পণ করবে না
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, গত ২২ সপ্তাহে তাদের জনগণ দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ আগ্রাসনের মুখোমুখি হয়েছে। তিনি বলেন, ভেনেজুয়েলা একটি অজেয় দেশ এবং কোন অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। তিনি আরও জানান, বর্তমানে ভেনেজুয়েলায় জাতীয় ঐক্যের স্তর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং দেশের সমস্ত রাজনৈতিক দল ও সংগঠন সামরিক ও সাম্রাজ্যবাদী হুমকির নিন্দা জানিয়েছে। মাদুরো বলেন, তারা আমাদের একটি শক্তিশালী মাতৃভূমি গড়ার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।
গুরুতর জনবল সংকট—দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর বড় চ্যালেঞ্জ
ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন এক প্রতিবেদনে জানায়, দখলদার ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদানের হার ব্যাপকভাবে কমে গেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিভিন্ন পর্যায়ে প্রায় ১,৩০০ কর্মকর্তার পদ শূন্য রয়েছে, যা সমস্ত সামরিক ইউনিটের ওপর প্রভাব ফেলেছে। এতে আরও উল্লেখ করা হয়, এই ঘাটতি সেনাবাহিনীতে বিশেষত নেতৃত্বস্থানীয় পদগুলোতে যোগদানের আগ্রহের স্পষ্ট পতনের ইঙ্গিত দেয়।
পুতিন: যুদ্ধের ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে
ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শনকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুদ্ধের পুরো ফ্রন্টলাইন এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপশহরের নিয়ন্ত্রণ ফিরে এসেছে, যা ভবিষ্যৎ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউক্রেনীয় সেনাদের দখলে থাকা পুরো অঞ্চল মুক্ত করার পথে সহায়ক হবে।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।