ফরাসি পার্লামেন্টে বাজেট পাসের লড়াই: রুশ দাবির বিরুদ্ধে জেলেনস্কির অবস্থান
https://parstoday.ir/bn/news/world-i154910-ফরাসি_পার্লামেন্টে_বাজেট_পাসের_লড়াই_রুশ_দাবির_বিরুদ্ধে_জেলেনস্কির_অবস্থান
পার্সটুডে-আজকের পার্লামেন্ট-সামাজিক নিরাপত্তা বাজেট পাসের দ্বিতীয় প্রচেষ্টায় মঙ্গলবার ফরাসি জাতীয় পরিষদ ভোট দেবে।
(last modified 2025-12-09T09:27:26+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২৫ ১৫:২১ Asia/Dhaka
  • ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লে কর্নো
    ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লে কর্নো

পার্সটুডে-আজকের পার্লামেন্ট-সামাজিক নিরাপত্তা বাজেট পাসের দ্বিতীয় প্রচেষ্টায় মঙ্গলবার ফরাসি জাতীয় পরিষদ ভোট দেবে।

ফরাসি মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংবাদ প্রকাশ করেছে এবং পার্সটুডে থেকে প্রকাশিত এই নিবন্ধে, আমরা সেগুলোর কয়েকটির শিরোনাম পর্যালোচনা করবো।

 

লে ফিগারো Le Figaro

১. "হয় সব না হয় কিছুই না": জাতীয় পরিষদে, সেবাস্তিয়ান লেকর্নক্স সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে চাপের সম্মুখিন

২. ইউক্রেনে যুদ্ধ: ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে কিয়েভের মস্কোর কাছে অঞ্চল ছেড়ে দেওয়ার কোনও "আইনি" বা "নৈতিক" অধিকার নেই

৩. আমেরিকার বড় পরিবর্তনের মধ্যে রয়েছে ইউক্রেন এবং ইউরোপ ত্যাগ করা

৪. "২০২৭ সালের রাষ্ট্রপতি নির্বাচন: এডুয়ার্ড ফিলিপ জোর দিয়ে বলেছেন যে তিনি "সর্বোচ্চ পথ" বেছে নেবেন

৫. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার... ইউরোপে অভিবাসীদের পাঠানোর জন্য চোরাকারবারীদের নতুন উপায়

 

লা মন্ডে Le Monde

১. রাশিয়াকে জমি ছেড়ে দেওয়ার কোনও অধিকার কিয়েভের নেই: জেলেনস্কি

২. হন্ডুরাসের ভোট গণনা পুনরায় শুরু, ক্ষমতাসীন দল ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে

৩. কম্বোডিয়ায় থাই বিমান হামলা, বেসামরিক নাগরিকদের হত্যা এবং গণহারে স্থানান্তর

৪. কর্মপরিবেশ এবং ভবন মেরামতের দাবিতে লুভার ইউনিয়নগুলোর ধর্মঘটের ডাক

 

লিবারেশন Libération

১. ফ্রান্সে প্রথমবারের মতো কোকেনের বাজার গাঁজা বাজারকে ছাড়িয়ে গেছে

২. জ্বালানি বিশ্লেষণ; পুতিনের গ্যাসের ওপর নির্ভরতার অবসান ঘোষণা করেছে ইইউ

৩. জেলেনস্কি জোর দিয়ে বলছে ইউক্রেন আইনত এবং নীতিগতভাবে রাশিয়ার কাছে জমি ছেড়ে দেওয়ার অধিকার রাখে না

৪. ২০২৬ সালের সামাজিক নিরাপত্তা বাজেট; সমাজতান্ত্রিক দল নজিরবিহীনভাবে সবচেয়ে কম ক্ষতিকারক বিকল্প হিসেবে বাজেটের পক্ষে ভোট দিয়েছে।

 

লে প্যারিসিয়েন Le Parisien

১. বিরক্ত লুভর যাদুঘরের শ্রমিকরা, বর্তমান পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে, ধর্মঘটের হুমকি দিয়েছে।

২. জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সাথে সাক্ষাতে নতুন করে প্রেরণা ও সাহস পেয়েছেন।

৩. এক গবেষণায় বলা হয়েছে ২০২৫ সাল সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করবে।

 

ফ্রান্স২৪ france24

১. আসাদের পতনের এক বছর পর সিরিয়ার জুলানি শাসনের মূল্যায়ন

২. উত্তর জাপানে শক্তিশালী ভূমিকম্পে কয়েক ডজন আহত, সুনামির সূত্রপাত।

৩. আমেরিকায় শান্তি আলোচনা শেষ হওয়ার সাথে সাথে রাশিয়া ইউক্রেনের ক্রেমেনচুকের ওপর ভারী আক্রমণ শুরু করেছে

৪. শান্তি আলোচনার জন্য ইউক্রেনীয় আলোচকদের সাথে ফ্লোরিডায় দেখা করবেন মার্কিন প্রতিনিধিরা।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন