পারমাণবিক ইস্যুর কোনো সামরিক সমাধান নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i155176-পারমাণবিক_ইস্যুর_কোনো_সামরিক_সমাধান_নেই_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্রের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুর কোনো সামরিক সমাধান নেই।
(last modified 2025-12-17T13:09:30+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২৫ ১২:৩৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্রের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুর কোনো সামরিক সমাধান নেই।

আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ইরানের জন্য কূটনীতিই অগ্রাধিকার। তবে যেকোনো পরিস্থিতির জন্য দেশটি প্রস্তুত রয়েছে।" তিনি বলেন, “আগের যুদ্ধেই আমরা দেখিয়েছি, পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারি।

আরাকচি আরও বলেন, “আমরা এমন শত্রুদের মুখোমুখি, যারা কোনো অপরাধ করতেই দ্বিধা করে না। বিশ্বের চোখের সামনে গাজায় যা ঘটেছে, তা প্রমাণ করে যে, আমরা এমন লোকদের সঙ্গে মোকাবিলা করছি, যাদের অপরাধের কোনো সীমা নেই। এ কারণেই আমরা সর্বোচ্চ প্রস্তুতিতে আছি। একই সঙ্গে কূটনীতির দরজাও আমরা কখনো বন্ধ করিনি। কূটনীতির সুযোগ এখনও আছে, তবে সব ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।

মঙ্গলবার দখলদার ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট) জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউ (UNRWA)-এর কার্যক্রম বন্ধের আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইউএনআরডব্লিউ'র বিরুদ্ধে ইসরায়েলি এই সিদ্ধান্ত একটি বিপজ্জনক ও উত্তেজনামূলক পদক্ষেপ। বিবৃতিতে বলা হয়, এটি জাতিসংঘের এই সংস্থার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত ও অপরাধমূলক হামলার অংশ, যার লক্ষ্য ফিলিস্তিনি জনগণের প্রতি অনরওয়ার মানবিক ভূমিকা দুর্বল করা।

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে স্পেনের সমর্থন অব্যাহত

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মাদ্রিদের সমর্থন অব্যাহত থাকবে। তিনি জানান, এই অবস্থান শান্তি ও বহুপাক্ষিকতার নীতির প্রতি স্পেনের অঙ্গীকারের প্রতিফলন।

সানচেজ আরও বলেন, ইসরায়েলি দখলদার শাসনের বিরুদ্ধে স্পেন ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করা এবং ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি।

ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দের নিন্দা কারাকাসের

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশটির সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চলতি সভাপতির দায়িত্বে থাকা স্লোভেনিয়ার প্রতিনিধি সামুয়েল জবুগারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার তেলবাহী একটি জাহাজ আটক ও অপহরণের ঘটনার নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো চিঠিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার ও জলদস্যুতা বলে আখ্যা দেন। তিনি স্মরণ করিয়ে দেন, এ ধরনের কোনো পদক্ষেপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো অনুমোদন নেই।

যুদ্ধবন্দি বিনিময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চিঠি আদান-প্রদান

রাশিয়ার মানবাধিকার কমিশনার জানিয়েছেন, যুদ্ধবন্দি বিনিময়ের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের কাছে চিঠি পাঠিয়েছে।

তাতিয়ানা মস্কালকোভা তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, এই উদ্যোগটি একটি মানবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে, যা বেলারুশের মধ্যস্থতায় এবং কয়েক মাসের আলোচনার পর বাস্তবায়িত হয়েছে।

লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত

দখলদার ইসরায়েলি বাহিনী বারবার লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে।

একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে হুলা ও মারকাবা শহরের মধ্যবর্তী এলাকায় একটি বোমা নিক্ষেপ করেছে। এছাড়া কিছু গণমাধ্যম জানিয়েছে, রামিয়া শহরের আশপাশে ইসরায়েলি ট্যাংকের তৎপরতা দেখা গেছে এবং শহরটির দিকে গুলি ছোড়া হয়েছে।

আরও জানানো হয়, দক্ষিণ লেবাননের আইতা আশ-শা‘ব শহরের দিকে আল-রাহেব ঘাঁটি থেকে ইসরায়েলি সেনারা গুলিবর্ষণ করেছে।#

পার্সটুডে/এমএআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।