ইসলামোফোবিয়া হলো পশ্চিমাদের কৌশল: রেজা আরেফ
https://parstoday.ir/bn/news/world-i155262-ইসলামোফোবিয়া_হলো_পশ্চিমাদের_কৌশল_রেজা_আরেফ
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইসলাম এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানে সহিংসতা এবং চরমপন্থার কোন স্থান নেই।
(last modified 2025-12-20T11:46:14+00:00 )
ডিসেম্বর ২০, ২০২৫ ১১:৪২ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইসলাম এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানে সহিংসতা এবং চরমপন্থার কোন স্থান নেই।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট শুক্রবার ইসলামের নবী হযরত মুহাম্মদ সা.র জন্মের ১৫০০ তম বার্ষিকীর জন্য সদর দপ্তরের এক সভায় জোর দিয়ে বলেন, শত্রুরা তাদের মতে মুসলমানদের ওপর চরমপন্থা এবং সহিংসতার অভিযোগ আনে। তারা দাবি করে, তাদের একটি অংশ পশ্চিমা চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের নামে সহিংস কর্মকাণ্ড চালায় তবে বিষয়টি খুব তাড়াতাড়ি সকলের কাছে স্পষ্ট হয় যে তারা পশ্চিমাদের ওপর নির্ভরশীল।

পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ বলেছেন, ইসলামোফোবিয়া হলো পশ্চিমাদের একটি গুরুতর কৌশল। তারা মানবাধিকার ও স্বাধীনতার স্লোগানে এই কৌশলকে প্রতিদ্বন্দ্বীদের ওপর দমন ও চাপ প্রয়োগের হাতিয়ারে পরিণত করে। তিনি খুব স্পষ্টভাবে বলেন, সহিংসতার সাথে আমাদের কোনও সম্পর্ক নেই এবং সহিংসতার সাথে জড়িত কোনও ব্যক্তি বা দেশকে আমরা সমর্থন  করি না। তবে যদি আমরা শরণার্থী এবং গাজার মজলুম জনগণের সাথে পশ্চিমাদের আচরণের তুলনা করি, তাহলে স্পষ্ট হয়ে ওঠে যে এই তথাকথিত সভ্য দেশগুলি কীভাবে যুদ্ধ করছে এবং আফ্রিকা মহাদেশে তারা কী অপরাধ করেছে!

ইসরাইল একটি সন্ত্রাসী শাসনব্যবস্থা: কিম জং-উন

ইসরাইলের প্রতি বিশ্বের ঘৃণা অব্যাহত রেখে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এক বিবৃতিতে বলেছেন, ইহুদিবাদী শাসনব্যবস্থা পশ্চিমা শক্তির হাতে একটি হাতিয়ার। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইল হলো মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সন্ত্রাসী শাসনব্যবস্থা। তিনি ইহুদিবাদী শাসনব্যবস্থাকে স্বীকৃতি না দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন। কিম জং আরো বলেন, উত্তর কোরিয়া সর্বদা নিজেকে ফিলিস্তিনিদের স্বার্থের সাথে সংযুক্ত বলে মনে করে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৪০০ ফিলিস্তিনি নিহত

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বন্দুকযুদ্ধ এবং হামলায় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের একটি উল্লেখযোগ্য অংশই বেসামরিক নাগরিক।

ডাচ রাজনীতিবিদ ইউক্রেনের প্রতি ইইউ ঋণকে পাগলামি বলেছেন

রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে নেদারল্যান্ডসের কট্টর-ডানপন্থী পিভিভি পার্টির নেতা গির্ট ওয়াইল্ডার্স, কিয়েভকে ইইউর যৌথ ঋণ পরিশোধে আমস্টারডামের অংশগ্রহণে সম্মত হওয়ার জন্য ডাচ প্রধানমন্ত্রী ডিক এসচোফের সমালোচনা করেছেন। ইউক্রেনের ঋণকে পাগলামি বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, '৯০ বিলিয়ন ইউরোর যৌথ ঋণ একটি নতুন ছদ্মবেশে ইউরোবন্ড ছাড়া আর কিছুই নয়। এটি এমন অর্থ যা ইইউ আর কখনও দেখতে পাবে না।'

সিরিয়ায় মার্কিন হামলা

সিরিয়ায় অবৈধ সামরিক উপস্থিতি অব্যাহত রেখে মার্কিন সামরিক বাহিনী দেশটির পূর্বাঞ্চলের ৭০ টিরও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে। তারা আইএসআইএস সন্ত্রাসীদের ওপর হামলা করেছে বলে দাবি করেছে। মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষা মন্ত্রী) পিট হেগসেথ দাবি করেছেন, পালমিরায় সাম্প্রতিক হামলার 'প্রতিশোধ' নেওয়ার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছিল। তিনি আরও বলেন, এটি কোনও যুদ্ধের সূচনা নয়, এটি প্রতিশোধের ঘোষণা।'#

পার্সটুডে/জিএআর/২০