নিষেধাজ্ঞা তুলে নেওয়াই ইরানি জনগণকে সমর্থন করার বাস্তব উপায়: ব্রিটিশ গবেষক
-
ইরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা
পার্সটুডে-মনস্তাত্ত্বিক অভিযান এবং পশ্চিমা গণমাধ্যমের নির্দেশনার ভূমিকার ওপর জোর দিয়ে একজন ব্রিটিশ গবেষক ও লেখক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
তিনি বলেছেন: পশ্চিমা সরকারগুলো যদি সত্যিই ইরানি জনগণের জীবিকা এবং অধিকার সম্পর্কে উদ্বিগ্নই হয়, তাহলে তাদের রাজনৈতিক প্রকল্প এবং ধ্বংসাত্মক প্রচারণাকে সমর্থন করার পরিবর্তে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নীতি ত্যাগ করা উচিত।
ব্রিটিশ গবেষক ও লেখক ফিল বয়েন এক বিশ্লেষণাত্মক নোটে লিখেছেন: পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সবসময় সংঘাতকে এমনভাবে বর্ণনা এবং পরিচালনা করার চেষ্টা করে যাতে জনমত তাদের কৌশলগত লক্ষ্যের দিকে পরিচালিত হয় এবং বাস্তবতা আর বর্ণনার মধ্যে সীমানা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়।
ব্রিটিশ গবেষক এবং লেখক ইরানে শ্রমিক ও সামাজিক বিক্ষোভ সম্পর্কে বামপন্থী আন্দোলনের কাছাকাছি কিছু প্ল্যাটফর্মের মিডিয়া বর্ণনার সমালোচনা করে বলেন, রাজনৈতিক পরিবর্তন প্রকল্পের কাঠামোর মধ্যে ইউনিয়নের দাবিগুলিকে পুনর্নির্ধারণ করা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।
ইরানের সাম্প্রতিক কিছু অস্থিরতার জন্য সন্ত্রাসী গোষ্ঠী এমকেও-এর স্পষ্ট সমর্থনের কথা উল্লেখ করে ব্রিটিশ লেখক জোর দিয়ে বলেছেন: ইরানের ওপর অর্থনৈতিক ও সামাজিক চাপের ক্ষেত্রে নিষেধাজ্ঞাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।