‘মোগাদিশুতে আত্মঘাতী হামলাকারী এক ব্যক্তি সাবেক সংসদ সদস্য’
https://parstoday.ir/bn/news/world-i15742-মোগাদিশুতে_আত্মঘাতী_হামলাকারী_এক_ব্যক্তি_সাবেক_সংসদ_সদস্য’
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে মঙ্গলবারের আত্মঘাতী গাড়িবোমা হামলাকারীদের একজন দেশটির সাবেক সংসদ সদস্য বলে জঙ্গিরা দাবি করেছে। শহরের প্রধান বিমানবন্দরের কাছে চালানো ওই হামলায় ১৩ জন নিহত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৭, ২০১৬ ১৮:৪২ Asia/Dhaka
  • শহরের প্রধান বিমানবন্দরের কাছে চালানো ওই হামলায় ১৩ জন নিহত হয়
    শহরের প্রধান বিমানবন্দরের কাছে চালানো ওই হামলায় ১৩ জন নিহত হয়

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে মঙ্গলবারের আত্মঘাতী গাড়িবোমা হামলাকারীদের একজন দেশটির সাবেক সংসদ সদস্য বলে জঙ্গিরা দাবি করেছে। শহরের প্রধান বিমানবন্দরের কাছে চালানো ওই হামলায় ১৩ জন নিহত হয়।

সোমালিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী আশ-শাবাব আজ (বুধবার) দাবি করেছে, দুই আত্মঘাতী ব্যক্তি গতকালের হামলা চালিয়েছে যাদের একজন ছিলেন ৫৩ বছর বয়সি সাবেক সংসদ সদস্য সালাহ নুহ ইসমাইল। ২০১০ সালে তিনি দেশটির সংসদ সদস্যদের ‘কাফের’ আখ্যায়িত করে সংসদ থেকে পদত্যাগ করেন।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সোমালিয়ার বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে জঙ্গি তৎপরতা চালাচ্ছে আশ-শাবাব।

মোগাদিশুর বিমানবন্দর এলাকাটি সাধারণভাবে কঠোর নিরাপত্তাবেষ্টিত ‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত। জাতিসংঘের দপ্তর এবং বিদেশি দূতাবাসগুলোর পাশাপাশি সোমালিয়ায় মোতায়েন আফ্রিকান ইউনিয়নের ২২,০০০ শান্তিরক্ষীর বেশিরভাগ সদস্য এই এলাকায় অবস্থান করেন।

এসব শান্তিরক্ষীর সহযোগিতায় পাঁচ বছর আগে আশ-শাবাব জঙ্গিদের মোগাদিশু থেকে হটিয়ে দেয় সোমালিয়ার সেনাবাহিনী। দৃশ্যত রাজধানীতে এ জঙ্গি গোষ্ঠীর কোনো অস্তিত্ব না থাকলেও মাঝেমধ্যেই তারা এ শহরে সন্ত্রাসী হামলা চালায়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭