হংকং-এ দ. কোরিয়ার কনস্যুলেটে রাজনৈতিক আশ্রয় চাইল উ. কোরিয়ার নাগরিক
-
ফার ইস্ট ফিয়ন্সে সেন্টার (হলুদ রংয়ের ভবন) এই ভবনেই দক্ষিণ কোরিয় কনস্যুলেট অবস্থিত
উত্তর কোরিয়ার পক্ষত্যাগকারী এক ব্যক্তি হংকং-এ দক্ষিণ কোরিয় কনস্যুলেটে রাজনৈতিক আশ্রয় চেয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সম্পর্কে দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ওই ব্যক্তি দুই সপ্তাহ আগে শিক্ষা বিষয়ক একটি প্রতিযোগিতায় অংশ নিতে হংকং-এ গিয়েছিল।
কনস্যুলেটের আশপাশে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হংকং-এর কূটনৈতিক ইস্যুগুলো তদারকির ক্ষমতা চীনের হাতে থাকায় বিষয়টি বেইজিংকে জানানো হয়েছে।
হংকং-এর একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি সম্পর্কে তাদের ধারনা থাকার কথা স্বীকার করলেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। তবে তিনি বলেছেন, কনস্যুলেটের প্রবেশপথে পুলিশি পাহারা বসানো হয়েছে এবং সাংবাদিকদের ছবি তুলতে দেয়া হচ্ছে না।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষত্যাগকারী ব্যক্তিদের সম্পর্কে সরকারিভাবে তথ্য প্রকাশ করার ওপর সিউলের নিষেধাজ্ঞা রয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে ২০১৩ সালে যে ঘটনা ঘটেছিল হংকং সরকার তার পুনরাবৃত্তি হতে দিতে চায় না। স্নোডেন ওই বছর প্রথমে আমেরিকা থেকে এসে হংকং-এর একটি হোটেলে আশ্রয় নিয়েছিলেন। পরে সাময়িক রাজনৈতিক আশ্রয় নিতে রাশিয়ায় চলে যান।
চীনা আইনে হংকং’সহ দেশটির যেকোনো স্থানে অবৈধভাবে প্রবেশকারী ব্যক্তিকে তার দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া সাধারণত দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারী উত্তর কোরিয়ার নাগরিকদের আশ্রয় দিয়ে থাকে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮