বোকো হারাম গোষ্ঠীর নতুন নেতা নির্বাচিত করল দায়েশ
(last modified Thu, 04 Aug 2016 10:40:48 GMT )
আগস্ট ০৪, ২০১৬ ১৬:৪০ Asia/Dhaka
  • বোকো হারামের সাবেক কথিত নেতা আবুবকর শেকাউ
    বোকো হারামের সাবেক কথিত নেতা আবুবকর শেকাউ

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ তাদের নাইজেরিয় শাখা বোকো হারামের নতুন নেতা নির্বাচিত করেছে বলে খবর পাওয়া গেছে। বোকো হারাম গোষ্ঠীর সাবেক মুখপাত্র আবু মুসাব আল-বার্নাবিকে সাবেক নেতা আবুবকর শেকাউয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে বলে দায়েশের সঙ্গে সম্পর্কযুক্ত একটি সংবাদ মাধ্যম জানিয়েছে।

২০০৯ সাল থেকে শেকাউ ওই উগ্র গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে বোকো হারামের নেতৃত্বে কেন এই পরিবর্তন এসেছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায় নি।                                                                                        

আজ (বৃহস্পতিবার) শেকাউ  একটি অডিও বার্তা প্রকাশ করে বলেছেন,‘সবার জানা উচিত, আমরা এখনো তাদের আশপাশেই রয়েছি।’ মনে করা হচ্ছে ওই বার্তায় তিনি দায়েশ এবং তাকে বোকো হারামের নেতৃত্ব থেকে বাদ দেয়ার বিরোধিতা করেছেন।  

এদিকে, বার্নাবি দাবি করেন, তার বাহিনী যেকোনো পরিস্থিতিতে সাড়া দেয়ার জন্য প্রস্তত রয়েছে। পশ্চিম আফ্রিকার দেশগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও হুমকি দেন তিনি।

জঙ্গি গোষ্ঠী বোকো হারাম

পশ্চিম আফ্রিকার দেশগুলোকে উদ্দেশ করে বার্নাবি বলেন, ‘তারা সমাজকে খৃষ্টধর্মে দিক্ষিত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে। যুদ্ধের কারণে যেসব লোক উদ্বাস্তু হয়ে পড়েছেন তাদেরকে খাবার এবং আশ্রয় দেয়ার সুযোগে তাদেরই সন্তানদেরকে তারা খৃষ্টান বানাচ্ছে।’ খৃষ্টান ব্যক্তি এবং গির্জার ওপর হামলা চালিয়ে এর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ২০০৯ সাল থেকে বোকো হারাম দেশটির বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। বোকো হারামের পাশবিক হামলায় অন্তত ২০,০০০ ব্যক্তি নিহত এবং আরো ২৫ লাখ লোক উদ্বাস্তু হয়েছে। সম্প্রতি গোষ্ঠীটি সিরিয়া এবং ইরাকে নৃসংসতা পরিচালনাকারী জঙ্গি গোষ্ঠী দায়েশের প্রতি আনুগত্য প্রকাশ করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/৪

ট্যাগ