আল-কায়েদার কমান্ডারদের সঙ্গে সম্পর্কিত উপজাতীয়দের আটক করেছে পাকিস্তান
(last modified Thu, 18 Aug 2016 06:46:55 GMT )
আগস্ট ১৮, ২০১৬ ১২:৪৬ Asia/Dhaka
  • আল-কায়েদার কমান্ডারদের সঙ্গে সম্পর্কিত উপজাতীয়দের আটক করেছে পাকিস্তান

আল-কায়েদা চক্রের শীর্ষস্থানীয় কমান্ডারদের সঙ্গে সম্পর্কিত উপজাতীয় অনেক ব্যক্তিকে আটক করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। উত্তর ওয়াজিরিস্তানে ২০১৪ সালের জুনে জার্বে-আজব নামের সামরিক অভিযান শুরুর পর থেকে এ সব ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ  সব ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা সন্ত্রাসীগোষ্ঠীটির জন্য তহবিল যোগানোসহ সন্ত্রাসী তৎপরতা চালানোর নানা কাজে বিভিন্নমুখী সহায়তা করেছে। এদের বেশির ভাগই উত্তর ওয়াজিরিস্তান থেকে সরে পড়ার চেষ্টা করতে যেয়ে আটক হয়েছে। 

সেনা অভিযান চালানোর আগে হাজার হাজার উপজাতীয় অধিবাসীকে উত্তর ওয়াজিরিস্তান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল পাক বাহিনী। এ সব ব্যক্তি সে সময়ে সাধারণ মানুষদের মধ্যে গা ঢাকা দিয়ে সরে পড়ার চেষ্টা করেছিল।

এদিকে, খাইবার পাকতুনখোয়ার একটি পুলিশ লাইন থেকে ১১ জন মারাত্মক সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। দুই মাস আগে মারদানের  পুলিশ লাইন থেকে এক কনস্টেবলের সহায়তায় পালিয়ে যায় এ সব সন্ত্রাসী। বিস্ময়কর বিষয় হলো এদেরকে পুলিশ লাইনের ব্যারাকে আটক রাখা হয়েছিল। এদের প্রহরায় নিযুক্ত দুই পুলিশে সদস্যের একজনকে সন্ত্রাসীরা হত্যা করে। অপর জন তাদের পালাতে সহায়তা করেছিল।

সন্ত্রাসীরা সবাই নিরাপদে পালিয়ে আফগানিস্তানে চলে যেতে সক্ষম হয়েছে। সেখান থেকে তারা খাইবার পাকতুনখোয়া বিশেষ করে মারদানে হামলার ষড়যন্ত্র করছে বলেও পাক গোয়েন্দা সূত্র থেকে বলা হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১৮

 

ট্যাগ