করাচিতে শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনী সে কোনো পদক্ষেপ নেবে: রাহিল
(last modified Thu, 28 Jan 2016 04:00:39 GMT )
জানুয়ারি ২৮, ২০১৬ ১০:০০ Asia/Dhaka
  • করাচিতে শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনী সে কোনো পদক্ষেপ নেবে: রাহিল

২৮ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, বন্দর নগরী করাচিতে শান্তি ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে। আর এ ঘোষণার মধ্য দিয়ে তিনি পরিষ্কার ইংগিত দেন যে করাচিতে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের নেতৃত্বাধীন চলমান অভিযান কোনো ভাবেই শিথিল করা হবে না।

রাহিল শরীফ চাকরির মেয়াদ বাড়ানোর চেষ্টা করবেন না এবং নির্ধারিত তারিখেই সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করবেন বলে ঘোষণার মাত্র দু’দিনের মধ্যেই করাচির বিষয়ে বিবৃতি দিলেন তিনি।

করাচির কোর সদর দফতর পরিদর্শনের সময়ে এ ঘোষণা দেন তিনি। কোর সদর দফতরে সেনা গোয়েন্দা সংস্থাগুলো প্রধান, কোর কমান্ডার এবং সিন্ধু প্রদেশের রেঞ্জার্স প্রধানের সঙ্গে বৈঠকের পর এ বিবৃতি দেয়া হয়।#

রেডিও তেহরান/সমর/২৮

ট্যাগ