আলেপ্পো নিয়ে আলোচনা করতে জেনেভায় গেলেন ল্যাভরভ এবং কেরি
(last modified Fri, 09 Sep 2016 07:43:15 GMT )
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ১৩:৪৩ Asia/Dhaka
  • আলেপ্পো নিয়ে আলোচনা করতে জেনেভায় গেলেন ল্যাভরভ এবং কেরি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য জেনেভা গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়ার যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে আলোচনা করবেন তারা।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, আজকের (শুক্রবার) বৈঠকে সিরিয়ায় সহিসংতা হ্রাস এবং মানবিক সহায়তা বিস্তারের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনাও হবে।

গত দুই সপ্তাহে জেনেভায় কয়েক দফা বৈঠক করেছেন ল্যাভরভ এবং কেরি। এ ছাড়া,  চীনে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনেও বৈঠক করেছেন তারা কিন্তু এ সত্ত্বেও সিরিয়া নিয়ে ‘কারিগরি ইস্যুগুলোর’ নিষ্পত্তি করতে পারেন নি তারা।#

পার্সটুডে/মূসা রেজা/৯ 

 

ট্যাগ